Gautam Gambhir: `কিছু ক্রিকেটারকে দেবতা বানানোর খেলা চলে'! নাম না করে বিরাট, মাহিকে আক্রমণ গৌতমের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লন্ডন: তিনি ঠোটকাটা এবং সত্যি কথা বলেন। কাউকে খুশি করার জন্য কথা বলা তার স্বভাবে নেই। এই ধান্দাবাজির যুগেও বাকিদের থেকে তাই আলাদা গৌতম গম্ভীর। যেটা সত্যি বিশ্বাস করেন সেটা বলতে ভয় পান না। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার কারণ জিজ্ঞেস করা হয়েছিল গৌতমকে। গৌতম গম্ভীর জানিয়েছেন ভারত আইসিসি টুর্নামেন্টে ব্যর্থ হয় তার কিছু নির্দিষ্ট কারণ আছে।
গৌতমের মনে হয় ভারতে কিছু ক্রিকেটারকে ঈশ্বরের আসনে বসানো হয় ইচ্ছে করে। এমন ভাব দেখানো হয় যেন তারা একাই খেলেছে। এর পেছনে চ্যানেল, কিছু সাংবাদিক পি আর এজেন্সির কাজ করেন। এরকম হওয়া উচিত নয়। গৌতম মনে করেন একজন ক্রিকেটার হাফ সেঞ্চুরি করে প্রচুর প্রশংসা পেলেন, অন্য একজন সমপরিমাণ রান করে সেই প্রশংসা পেলেন না। সেটা একদম উচিত নয়। এর ফলে দলের মধ্যেও ভুল বোঝাবুঝি হতে পারে। ভাঙন দেখা দিতে পারে।
advertisement
আরও পড়ুন – ইস্টবেঙ্গলে স্পেনের দুর্ধর্ষ মিডফিল্ডার! ডার্বির চ্যালেঞ্জ নিতে তৈরি এখন থেকেই
ক্রিকেট নিয়ে ব্যবসা ভাল। কিন্তু পুরো ক্রিকেট জুড়ে ব্যবসা এটা ঠিক নয়। গম্ভীর মনে করেন ভারতে চিরকাল দলের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় হাতে গোনা কিছু ক্রিকেটারকে। এর ফলে তারা নিজেদের দলের থেকেও বড় মনে করে। খোলাখুলি দেখায় না হয়তো। কিন্তু ভেতরে সেই মনোভাব চলে আসে।
advertisement
advertisement
Gautam Gambhir said, “India have not won any major ICC trophy for a long time due to the obsession with individuals”#Cricket #CricketNews #CricketTwitter #ViratKohli #TeamIndia #IndianCricketTeam #BCCI #GautamGambhir #WTC #WTCfinal pic.twitter.com/v6GVGE8fj0
— CricInformer (@CricInformer) June 12, 2023
advertisement
কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে একজন বা দুজন ক্রিকেটারকে নিয়ে এরকম ন্যাকামো হয় না। সেই কারণেই তারা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের তুলনায় বেশি সফল। কারণ তারা দল হিসেবে খেলে। ভারতের এই মানসিকতার পরিবর্তন দেখতে চান গৌতম গম্ভীর। সমর্থকদের কাছেও তিনি দাবি করেছেন দল হিসেবে ভাবতে শিখুন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 4:17 PM IST