Sex scandal : যৌন কেলেঙ্কারিতে নাম জড়ানো ক্রিকেটারদের ফিরে দেখা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
মাঝে মাঝে ক্রিকেটারদের নামও এমন কিছু কুকীর্তিতে জড়িয়েছে যাতে নিজেদের তো বটেই মানহানি হয়েছে ক্রিকেটেরও। বিশেষ করে ক্রিকেটারদের বিরুদ্ধে বারবার উঠেছে যৌন কেলেঙ্কারি সহ নারী ঘটিত নানান অভিযোগ
শেন ওয়ার্ন : ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারি বিতর্কে শেন ওয়ার্নের নাম সব থেকে বেশিবার ওঠে এসেছে। তখন ২০০০ সাল। স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া দলের ডেপুটি ছিলেন ওয়ার্ন। সেই সময়ে ব্রিটিশ নার্স ডোনা রাইটকে পাঠানো ওয়ার্নের যৌন উত্তেজনামূলক ফোনবার্তা ফাঁস হয়। এ নিয়ে বিশ্বব্যাপি তুমুল সমালোচনা হয়। এছাড়াও লন্ডনের একটি হোটেলে দুজন যৌন কর্মীর সঙ্গে একসঙ্গে রাত কাটান লেগস্পিনার।
advertisement
কেভিন পিটারসন : ক্রিকেটার কেভিন পিটারসন। ইংল্যান্ড ক্রিকেট টিমের এক সময়ের অন্যতম ভরসা। দক্ষিণ আফ্রিকার সুন্দরী ভ্যানিসা নিমোর সঙ্গে একাধিকবার সহবাসের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভ্যানিসা জানিয়ে ছিলেন, কেপি নাকি তাকে দিনের মধ্যে বহুবার যৌনমিলনের জন্য জোর করতেন।
advertisement
মাইক গ্যাটিং : ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ক্যাপ্টেন তিনি। লুইস শিপম্যান নামে এক মহিলার সঙ্গে হোটেলের ঘরে অপ্রকৃতস্থ অবস্থায় দেখা গিয়েছিল গ্যাটিংকে। যদিও সংবাদপত্রে প্রকাশিত সেই খবর অস্বীকার করেন ইংল্যান্ড অধিনায়ক। লুইস ছিলেন একজন মদ বিক্রেতা।
advertisement
ডারেল টাফি : ক্রিকেটার এবং ফোন। দুই যেন একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফোন বিতর্কে ওঠে এসেছে একাধিক ক্রিকেটারের নাম। তেমনই একজন নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার ডারেল টাফি। ২০০৫ সালে ২৩ বছরের এক যুবতীর সঙ্গে তার সেক্স ভিডিও ফাঁস হয়। যদিও পরে ওই মহিলা টাফিকে চেনেন না বলেই দাবি করেন। তবে ডারেল টাফি সব অস্বীকার করেছেন।
advertisement
সাকলাইন মোস্তাক : ১৯৯৮ সালের ঘটনা। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে পাকিস্তানের ক্রিকেট দল। দলের সঙ্গে ছিলেন নির্ভরযোগ্য বোলার সাকলাইন মোস্তাক। সেই সময়ে ওখানকার বিখ্যাত এক স্ট্রিপ ক্লাবে তার যৌন কেলেঙ্কারির ছবি প্রকাশ্যে আসে। সেখানে কয়েক জনের সঙ্গে মারপিটও হয় দুজনের।
শহিদ আফ্রিদি : ২০০০ সালে করাচির এক হোটেলে এক ঝাঁক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় আফ্রিদিকে। ছিলেন আরও কয়েকজন পাক ক্রিকেটার। যদিও পরে আফ্রিদিদের বক্তব্য ছিল যে, করাচির হোটেলে মেয়েরা তাদের অটোগ্রাফ নিতে এসেছিল। এরপরই ঘটে এই কেলেঙ্কারির ঘটনা।
advertisement
মহম্মদ শামি : যৌন কেলেঙ্কারির তালিকার সর্বশেষ সংযোজন মহম্মদ শামি। শামির স্ত্রী হাসিন জাহানের অভিযোগ, শামির সঙ্গে একাধিক নারীর সম্পর্ক রয়েছে। হাসিনের দাবি, এ নিয়ে বলতে গেলে তার ওপরে অত্যাচারও চালিয়েছেন ভারতীয় ওই ক্রিকেটার।
ক্রিস গেইল : ক্যারেবিয়ান তারকা ক্রিস গেইলের বিরুদ্ধেও একাধিকবার অভিযোগ উঠেছে। ২০১২ সালের টি২০ বিশ্বকাপের সময় ক্রিস গেইলকে হোটেলের ঘরে তিন জন ব্রিটিশ মহিলার সঙ্গে হাতানাতে ধরা হয়েছিল। যা নিয়ে খুব বিতর্ক হয়েছিল। এছাড়াও মহিলা সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে গেইলের বিরুদ্ধে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2021 9:32 PM IST