খেলার টুকরো খবর
Last Updated:
ইতিহাস তৈরি করলেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। গতকাল প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপা লিগে অভিষেক হল তাঁর।
ব্যর্থ রোনাল্ডো
১২০ মিনিট মাঠে থেকেও ফুটবল প্রেমীদের মন ভরাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মার্সেইয়ে পোলিশ ফাঁদে আটকে চূড়ান্ত ফ্লপ সিআর সেভেন।
advertisement
‘কাপ যাবে লিসবনে’
প্যারিসেই থামবেন তাঁরা। কাপ যাবে লিসবনে। পোল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে হারানোর পর হুঙ্কার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
তৈরি বিশ্ব চ্যাম্পিয়নরা
advertisement
ফাইনালের আগেই ফাইনাল। ইউরোর কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে জার্মানি ও ইতালি। পাওয়ার ফুটবল ছেড়ে জোয়াকিম লো’র পাস ফুটবলে মজে জার্মানরা। আজুরিদের বিরুদ্ধে অপরিবর্তিত প্রথম একাদশ।
উইং হাতিয়ার ইতালির
জার্মান দূর্গে হানা দিতে ইতালির বাজি উইং ফুটবল। তার জন্যই এডার এবং জ্যাকারিনিকে বিশেষ ভাবে তৈরি করছেন কোচ অ্যান্তনিও কন্তে। এই ইউরোয় এখনও পর্যন্ত সারপ্রাইজ প্যাকেজ কন্তের ইতালি।
advertisement
দেলবস্কির পদত্যাগ
স্পেনে শেষ দেলবস্কি যুগ। ইউরো হেরে দেশে ফিরেই পদত্যাগ করলেন ভিসেন্ট দেলবস্কি। গতকালই স্প্যানিশ ফুটবল সংস্থার কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন ইউরো ও বিশ্বকাপ জয়ী কোচ।
ইউরোপায় গুরপ্রীতের ইতিহাস
ইতিহাস তৈরি করলেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। গতকাল প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপা লিগে অভিষেক হল তাঁর। নরওয়ের ক্লাবের হয়ে মাঠে নামলেন তিনি।
advertisement
কুম্বলের নতুন ছক
ধারা বদলালেন কুম্বলে। জাতীয় শিবিরে শুধু নেট নয়। ম্যাচের মতো করেই বিরাটদের অনুশীলন করালেন কোচ কুম্বলে। এদিনও বোলারদের সঙ্গে আরও বেশি করে সময় কাটালেন জাম্বো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2016 1:46 PM IST