Paris Olympics 2024: জড়িয়ে ধরে নিবিড় চুম্বন! প্রেসিডেন্ট আর মহিলা মন্ত্রীর কীর্তিতে ছিঃ ছিঃ করছে ফ্রান্স

Last Updated:

প্রেসিডেন্ট এবং ক্রীড়ামন্ত্রী যখন এই ঘটনা ঘটাচ্ছেন, তখন মঞ্চের উপরেই দাঁড়িয়ে ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অট্টল৷

ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের সঙ্গে দেশের ক্রীড়া মন্ত্রীর এই ছবিই ভাইরাল৷ ছবি- এএফপি
ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের সঙ্গে দেশের ক্রীড়া মন্ত্রীর এই ছবিই ভাইরাল৷ ছবি- এএফপি
প্যারিস: অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান৷ আর সেই অনুষ্ঠানেই ফরাসি প্রেসি়ডেন্ট এবং দেশের ক্রীড়ামন্ত্রীর ঘনিষ্ঠ আলিঙ্গন এবং চুম্বন এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অনেকের কাছেই প্রেসিডেন্ট এবং মন্ত্রীর এই আচরণ দৃষ্টিকটূ লেগেছে৷ অনেকেই সমাজমাধ্যমে কটাক্ষ করে বলেছেন, দু জনের আচরণ দেখে মনে হচ্ছিল তাঁরা যেন প্রেমিক প্রেমিকা৷
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ৪৬ বছরের এমানুয়েল ম্যাকরন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেশের ক্রীড়ামন্ত্রী আমেলি ওয়েদিয়া-কাস্টেরাকে ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে ধরেছেন৷ তার পাল্টা ফ্রান্সের মহিলা ক্রীড়ামন্ত্রী আবার ম্যাকরনের গলার কাছে নিবিড় চুম্বন করছেন৷
প্রেসিডেন্ট এবং ক্রীড়ামন্ত্রী যখন এই ঘটনা ঘটাচ্ছেন, তখন মঞ্চের উপরেই দাঁড়িয়ে ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অট্টল৷ কিন্তু তিনি তখন অন্যদিকে তাকিয়ে ছিলেন৷ ফরাসি প্রেসিডেন্ট এবং তাঁর মহিলা ক্রীড়ামন্ত্রীর এই কীর্তিই এখন সমাজমাধ্যমে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ ফ্রান্সেই এ নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে৷ অলিম্পিক্সের মতো মঞ্চে গোটা বিশ্বের সামনে দেশের মুখ পোড়ানোর অভিযোগে সরবও হয়েছেন অনেকে৷
advertisement
advertisement
সমাজমাধ্যমে একজন লিখেছেন, ‘গ্যাব্রিয়েল অট্টল অন্যদিকে তাকিয়ে থাকার ভান করছেন৷ উনি বুঝতেই পারছেন না কোথায় দাঁড়াবেন৷’ আর একজন লিখেছেন, ‘এ ভাবে আমার প্রেমিক আমাকে জড়িয়ে ধরে, লজ্জাজনক!’
এক্স হ্যান্ডেলে আর একজন লিখেছেন, ‘এই ছবি খুবই অশোভনীয়, এই আচরণ দেশের প্রেসিডেন্ট এবং মন্ত্রীকে মানায় না৷’ একটি ফরাসি ম্যাগাজিনে প্রথম ম্যাকরন এবং আমেলি ওয়েদিয়া-কাস্টেরার এই বিতর্কিত ছবি প্রকাশিত হয়৷ যেভাবে দেশের মহিলা ক্রীড়ামন্ত্রী প্রেসিডেন্ট ম্যাকরনকে চুমু খেয়েছেন, তাকে অদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ওই ম্যাগাজিনে৷ সেখানে আরও দাবি করা হয়েছে, ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আসলে প্রচারের আলোয় থাকতে ভালবাসেন৷ সেই কারণেই এমন সব কাণ্ড ঘটান তিনি৷
বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: জড়িয়ে ধরে নিবিড় চুম্বন! প্রেসিডেন্ট আর মহিলা মন্ত্রীর কীর্তিতে ছিঃ ছিঃ করছে ফ্রান্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement