Paris Olympics 2024: জড়িয়ে ধরে নিবিড় চুম্বন! প্রেসিডেন্ট আর মহিলা মন্ত্রীর কীর্তিতে ছিঃ ছিঃ করছে ফ্রান্স
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রেসিডেন্ট এবং ক্রীড়ামন্ত্রী যখন এই ঘটনা ঘটাচ্ছেন, তখন মঞ্চের উপরেই দাঁড়িয়ে ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অট্টল৷
প্যারিস: অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান৷ আর সেই অনুষ্ঠানেই ফরাসি প্রেসি়ডেন্ট এবং দেশের ক্রীড়ামন্ত্রীর ঘনিষ্ঠ আলিঙ্গন এবং চুম্বন এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অনেকের কাছেই প্রেসিডেন্ট এবং মন্ত্রীর এই আচরণ দৃষ্টিকটূ লেগেছে৷ অনেকেই সমাজমাধ্যমে কটাক্ষ করে বলেছেন, দু জনের আচরণ দেখে মনে হচ্ছিল তাঁরা যেন প্রেমিক প্রেমিকা৷
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ৪৬ বছরের এমানুয়েল ম্যাকরন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেশের ক্রীড়ামন্ত্রী আমেলি ওয়েদিয়া-কাস্টেরাকে ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে ধরেছেন৷ তার পাল্টা ফ্রান্সের মহিলা ক্রীড়ামন্ত্রী আবার ম্যাকরনের গলার কাছে নিবিড় চুম্বন করছেন৷
প্রেসিডেন্ট এবং ক্রীড়ামন্ত্রী যখন এই ঘটনা ঘটাচ্ছেন, তখন মঞ্চের উপরেই দাঁড়িয়ে ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অট্টল৷ কিন্তু তিনি তখন অন্যদিকে তাকিয়ে ছিলেন৷ ফরাসি প্রেসিডেন্ট এবং তাঁর মহিলা ক্রীড়ামন্ত্রীর এই কীর্তিই এখন সমাজমাধ্যমে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ ফ্রান্সেই এ নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে৷ অলিম্পিক্সের মতো মঞ্চে গোটা বিশ্বের সামনে দেশের মুখ পোড়ানোর অভিযোগে সরবও হয়েছেন অনেকে৷
advertisement
advertisement
সমাজমাধ্যমে একজন লিখেছেন, ‘গ্যাব্রিয়েল অট্টল অন্যদিকে তাকিয়ে থাকার ভান করছেন৷ উনি বুঝতেই পারছেন না কোথায় দাঁড়াবেন৷’ আর একজন লিখেছেন, ‘এ ভাবে আমার প্রেমিক আমাকে জড়িয়ে ধরে, লজ্জাজনক!’
এক্স হ্যান্ডেলে আর একজন লিখেছেন, ‘এই ছবি খুবই অশোভনীয়, এই আচরণ দেশের প্রেসিডেন্ট এবং মন্ত্রীকে মানায় না৷’ একটি ফরাসি ম্যাগাজিনে প্রথম ম্যাকরন এবং আমেলি ওয়েদিয়া-কাস্টেরার এই বিতর্কিত ছবি প্রকাশিত হয়৷ যেভাবে দেশের মহিলা ক্রীড়ামন্ত্রী প্রেসিডেন্ট ম্যাকরনকে চুমু খেয়েছেন, তাকে অদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ওই ম্যাগাজিনে৷ সেখানে আরও দাবি করা হয়েছে, ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আসলে প্রচারের আলোয় থাকতে ভালবাসেন৷ সেই কারণেই এমন সব কাণ্ড ঘটান তিনি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 2:34 PM IST