নতুন করে খেলা হবে বিশ্বকাপ ফাইনাল! সই জমিয়ে বড় আন্দোলনের পথে ফ্রান্স

Last Updated:

Fifa World Cup Final: তা হলে কি আবার খেলা হবে বিশ্বকাপ ফাইনাল! পরিস্থিতি কিন্তু বেশ জটিল।

#দোহা: বিশ্বকাপ ফাইনাল কি তা হলে আবার খেলা হবে!
কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে বিতর্ক উস্কে দিচ্ছে ফরাসিরা। প্রায় ২ লাখ ফরাসির সই নিয়ে পিটিশনও জমা করা হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪–২ গোলে হারিয়ে ৩৬ বছর পর ফের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ৩–৩ ফল ছিল। পেনাল্টি শুট আউটে হিরো বনে যান আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজ।
advertisement
advertisement
আরও পড়ুন- আইপিএলে দুই বাংলাদেশির হাতেই কেকেআরের ভাগ্য! আবেগ নয়, কাজ করেছে অঙ্ক
বিশ্বকাপ ফাইনাল ম্যাচে রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ফ্রান্স সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। ম্যাচের ২৩ মিনিটে পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াকের দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জন্ম হয়েছে। তবে রেফরি তা পাত্তা দেননি। তিনি পোল্যান্ডে ফিরে সাংবাদিক সম্মেলন করেছেন।
advertisement
পোলিশ রেফারি দাবি করেছেন, মেসির রেফারি নিয়ে ফরাসিরা কথা বলছে। অথচ এমবাপের গোল নিয়েও বিতর্ক রয়েছে। তা নিয়ে কোনও কথা বলছে না ফরাসিরা। তিনি এদিন ভিডিও ফুটেজ দেখিয়ে এমবাপের গোল অবৈধ বলে দাবি করেন।
ওই ম্যাচে ওসমান দেম্বেলে আর্জেন্টিনার দি মারিয়াকে ফাউল করেন। তা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে ফরাসিরা। অনলাইন পিটিশনের প্ল্যাটফর্ম ‘মেসওপিনিয়নস’তে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পুনরায় খেলানোর দাবিতে একটি পিটিশন জমা করা হয়েছে। পিটিশনের নাম- ‘ফাইনালে রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না ‍+ দ্বিতীয় গোলের আগে এমবাপকে ফাউল করা হয়েছিল। তাই ম্যাচটি পুনরায় খেলানোর দাবিতে সই করুন।’
advertisement
আরও পড়ুন- বাংলার ইতিহাসে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার! সৌরভকে ছাপিয়েও উচ্ছাসহীন মুকেশ
শুক্রবার পর্যন্ত এই পিটিশনে সইয়ের সংখ্যা প্রায় ২ লাখ। শনিবার সংখ্যাটা আরও বাড়াই স্বাভাবিক। সর্বোচ্চ সই পাওয়া শীর্ষ ২০টি পিটিশনের মধ্যে রয়েছে এটি। ৫ লাখ সই টপকে গেলে এই পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া তিনটি পিটিশনের একটি হবে।
বাংলা খবর/ খবর/খেলা/
নতুন করে খেলা হবে বিশ্বকাপ ফাইনাল! সই জমিয়ে বড় আন্দোলনের পথে ফ্রান্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement