কাতার বিশ্বকাপ সফল হবে আশা ইমরানের, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা `কাপ্তানের'
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Imran Khan wishes best of luck to Qatar and all the teams in FIFA World Cup. কাতার বিশ্বকাপ সফল হবে আশা ইমরানের, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা `কাপ্তানের'
#দোহা: কাতার বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন ইমরান খান। পিটিআই দলের নেতা এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে লড়াই চালাচ্ছেন সুস্থ হয়ে ওঠার। গুলি চলেছিল তার ওপর কিছুদিন আগে। এদিন ইমরান খান লিখেছেন, আজ থেকে ফুটবল বিশ্বকাপ শুরু। এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে কাতার এই সম্মান পেয়েছিল। আমি নিশ্চিত একটি মুসলিম রাষ্ট্র হিসেবে তারা সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্ট পালন করবে।
বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট। কাতারকে শুভেচ্ছা এবং সব দলকে গুডলাক জানাচ্ছি। আপনারা এগিয়ে চলুন।যে দেশের সম্মান নেই, তাদের সেনাবাহিনীর অবস্থাও সেরকম। না হলে পয়সার বিনিময় একটি স্বাধীন দেশের সেনা অন্য দেশের অনুরোধে নিরাপত্তা দিতে যাবে কেন? কিন্তু পাকিস্তানে সব সম্ভব।
advertisement
advertisement
পাকিস্তানের মাটিতে এখন কোনও আন্তর্জাতিক সিরিজ হলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় চারপাশ। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ এবং সেনা সদস্য। কাতার বিশ্বকাপে ফুটবলারদের নিরাপত্তা দেবে পাকিস্তান সেনাবাহিনী! দুজন ফেডারেল কেবিনেট সদস্যের বরাত দিয়ে এই তথ্য আগেই জানিয়েছিল পাকিস্তানের সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন।
Wishing Qatar the best for successfully holding the football World Cup, which begins today. It is for the first time that a Muslim country is hosting this biggest sporting event in the world. Good luck to all the participating teams.
— Imran Khan (@ImranKhanPTI) November 20, 2022
advertisement
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কাতার প্রশাসন। কিন্তু বিশ্বকাপের মতো ক্রীড়াযজ্ঞ সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তাকর্মী কাতারের নেই। তাই পাকিস্তানের কাছে সাহায্যের অনুরোধ করেছিল কাতার। পাকিস্তানের মন্ত্রিসভা সেই অনুরোধ অনুমোদন করেছে।
দুই দেশের সুম্পর্ককে গুরুত্ব দিয়ে কাতারের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন পাকিস্তানের সেনাবাহিনী। তবে পাকিস্তান একা নয়, কাতার বিশ্বকাপের নিরাপত্তায় রয়েছে মোট তেরোটি দেশ। এদের মধ্যে তুরস্ক, ফ্রান্স এবং মরক্কো উল্লেখযোগ্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 1:22 PM IST