কাতার বিশ্বকাপ সফল হবে আশা ইমরানের, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা `কাপ্তানের'

Last Updated:

Imran Khan wishes best of luck to Qatar and all the teams in FIFA World Cup. কাতার বিশ্বকাপ সফল হবে আশা ইমরানের, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা `কাপ্তানের'

বিশ্বকাপ শুরুর প্রাক্কালে কাতারকে শুভেচ্ছা ইমরানের
বিশ্বকাপ শুরুর প্রাক্কালে কাতারকে শুভেচ্ছা ইমরানের
#দোহা: কাতার বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন ইমরান খান। পিটিআই দলের নেতা এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে লড়াই চালাচ্ছেন সুস্থ হয়ে ওঠার। গুলি চলেছিল তার ওপর কিছুদিন আগে। এদিন ইমরান খান লিখেছেন, আজ থেকে ফুটবল বিশ্বকাপ শুরু। এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে কাতার এই সম্মান পেয়েছিল। আমি নিশ্চিত একটি মুসলিম রাষ্ট্র হিসেবে তারা সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্ট পালন করবে।
বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট। কাতারকে শুভেচ্ছা এবং সব দলকে গুডলাক জানাচ্ছি। আপনারা এগিয়ে চলুন।যে দেশের সম্মান নেই, তাদের সেনাবাহিনীর অবস্থাও সেরকম। না হলে পয়সার বিনিময় একটি স্বাধীন দেশের সেনা অন্য দেশের অনুরোধে নিরাপত্তা দিতে যাবে কেন? কিন্তু পাকিস্তানে সব সম্ভব।
advertisement
advertisement
পাকিস্তানের মাটিতে এখন কোনও আন্তর্জাতিক সিরিজ হলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় চারপাশ। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ এবং সেনা সদস্য। কাতার বিশ্বকাপে ফুটবলারদের নিরাপত্তা দেবে পাকিস্তান সেনাবাহিনী! দুজন ফেডারেল কেবিনেট সদস্যের বরাত দিয়ে এই তথ্য আগেই জানিয়েছিল পাকিস্তানের সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন।
advertisement
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কাতার প্রশাসন। কিন্তু বিশ্বকাপের মতো ক্রীড়াযজ্ঞ সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তাকর্মী কাতারের নেই। তাই পাকিস্তানের কাছে সাহায্যের অনুরোধ করেছিল কাতার। পাকিস্তানের মন্ত্রিসভা সেই অনুরোধ অনুমোদন করেছে।
দুই দেশের সুম্পর্ককে গুরুত্ব দিয়ে কাতারের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন পাকিস্তানের সেনাবাহিনী। তবে পাকিস্তান একা নয়, কাতার বিশ্বকাপের নিরাপত্তায় রয়েছে মোট তেরোটি দেশ। এদের মধ্যে তুরস্ক, ফ্রান্স এবং মরক্কো উল্লেখযোগ্য।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কাতার বিশ্বকাপ সফল হবে আশা ইমরানের, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা `কাপ্তানের'
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement