ক্রিজের উপযুক্ত ব্যবহারই যুজবেন্দ্র চাহালের লেগস্পিনকে আরও বিষাক্ত করতে পারে, মন্তব্য মুস্তাক আহমেদের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার হওয়ার সমস্ত সম্ভাবনাই রয়েছে যুজবেন্দ্র চাহালের মত মুস্তাক আহমেদের
#নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নাম যুজবেন্দ্র চাহাল ৷ প্রাক্তন পাক তারকা লেগস্পিনার মুস্তাক আহমেদ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন চাহলকে ৷ তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন সারা বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার হওয়ার সমস্ত গুণই রয়েছে চাহালের মধ্যে, প্রয়োজন শুধু তাঁর সঠিক প্রয়োগ ৷ বর্তমানে মুস্তাক আহমেদ পাকিস্তান টিমের কনসালটেন্ট ৷
তিনি মনে করেন সীমিত অভারের ক্রিকেটের মাঝের ওভারে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল ভারতের গেম চেঞ্জার ৷ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কেড়েছিল কুল-চা জুটি ৷ তারপর থেকে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল একসঙ্গে খেলেননি, তা দেখে বেশ আশ্চর্য হয়েছেন মুস্তাক আহমেদ ৷ চাহাল অত্যন্ত ভাল বোলার পপিং ক্রিজকে অত্যন্ত ভালভাবে ব্যবহার করতে হবে তাঁকে, মুস্তাক মনে করেন পিচের চরিত্র বুঝে বল করলে আরও সফল হবেন তিনি ৷ বিশেষত ফ্ল্যাট বা সমতল পিচে উইকেট টু উইকেট বল করলে বেশি সফল হওয়া সম্ভব ৷
advertisement
যদি বলের গ্রিপ করে কিছুটা ক্রিজ থেকে সরে গিয়ে বল করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি সফল হতে পারেন তিনি ৷ বিশ্বের অনেক সেরা ব্যাটসম্যানও সমস্যায় পড়বেন চাহালের ভেল্কিতে ৷ এর ফলে প্রত্যাশা মত গুগলি টার্ন নেবে না বল, বাড়বে উইকেট নেওয়ার সুযোগও ৷ এখনও পর্যন্ত ৫২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৯১টি উইকেট নিয়েছেন চাহাল, তাঁর গড় ২৫.৮৩, এছাড়াও ৪২টি টি২০-তে চাহলের ২৪.৩৪ গড়ে ৫৫টি শিকার তাঁর ঝুলিতে আছে ৷ চাহাল বল বিশেষ টার্ন করান না, বোলিংয়ের মিশ্রণেই বারেবারে বাজিমাত করেন তিনি, এ কথা উল্লেখ করেছেন মুস্তাক ৷
advertisement
advertisement
মুস্তাক আহমেদ আরও মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব অনেক মূল্যবান পরামর্শ পেয়েছেন, তা বিবিধ ভাবে বিভিন্ন সময়ে ব্যক্তিগত উন্নতিতে সাহায্য করবে ৷ ৪৯ বছর বয়সী প্রাক্তন পাক তারকা লেগস্পিনার মুস্তাক আহমেদ দেশের হয়ে ৫২ টি টেস্ট ম্যাচ ও ১৪৪টি একদিনের ম্যাচও খেলেছেন ৷ ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বজয়ী দলের সদস্যও ছিলেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2020 2:27 PM IST

