ক্রিজের উপযুক্ত ব্যবহারই যুজবেন্দ্র চাহালের লেগস্পিনকে আরও বিষাক্ত করতে পারে, মন্তব্য মুস্তাক আহমেদের

Last Updated:

বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার হওয়ার সমস্ত সম্ভাবনাই রয়েছে যুজবেন্দ্র চাহালের মত মুস্তাক আহমেদের

#নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নাম যুজবেন্দ্র চাহাল ৷ প্রাক্তন পাক তারকা লেগস্পিনার মুস্তাক আহমেদ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন চাহলকে ৷ তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন সারা বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার হওয়ার সমস্ত গুণই রয়েছে চাহালের মধ্যে, প্রয়োজন শুধু তাঁর সঠিক প্রয়োগ ৷ বর্তমানে মুস্তাক আহমেদ  পাকিস্তান টিমের কনসালটেন্ট ৷
তিনি মনে করেন সীমিত অভারের ক্রিকেটের মাঝের ওভারে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল ভারতের গেম চেঞ্জার ৷ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কেড়েছিল কুল-চা জুটি ৷ তারপর থেকে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল একসঙ্গে খেলেননি, তা দেখে বেশ আশ্চর্য হয়েছেন মুস্তাক আহমেদ ৷ চাহাল অত্যন্ত ভাল বোলার পপিং ক্রিজকে অত্যন্ত ভালভাবে ব্যবহার করতে হবে তাঁকে, মুস্তাক মনে করেন পিচের চরিত্র বুঝে বল করলে আরও সফল হবেন তিনি ৷ বিশেষত ফ্ল্যাট বা সমতল পিচে উইকেট টু উইকেট বল করলে বেশি সফল হওয়া সম্ভব ৷
advertisement
যদি বলের গ্রিপ করে কিছুটা ক্রিজ থেকে সরে গিয়ে বল করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি সফল হতে পারেন তিনি ৷ বিশ্বের অনেক সেরা ব্যাটসম্যানও সমস্যায় পড়বেন চাহালের ভেল্কিতে ৷ এর ফলে প্রত্যাশা মত গুগলি টার্ন নেবে না বল, বাড়বে উইকেট নেওয়ার সুযোগও ৷ এখনও পর্যন্ত ৫২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৯১টি উইকেট নিয়েছেন চাহাল, তাঁর গড় ২৫.৮৩, এছাড়াও ৪২টি টি২০-তে চাহলের ২৪.৩৪ গড়ে ৫৫টি শিকার তাঁর ঝুলিতে আছে ৷ চাহাল বল বিশেষ টার্ন করান না, বোলিংয়ের মিশ্রণেই  বারেবারে বাজিমাত করেন তিনি, এ কথা উল্লেখ করেছেন মুস্তাক ৷
advertisement
advertisement
মুস্তাক আহমেদ আরও মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির  থেকে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব অনেক মূল্যবান পরামর্শ পেয়েছেন, তা বিবিধ ভাবে বিভিন্ন সময়ে ব্যক্তিগত উন্নতিতে সাহায্য করবে ৷ ৪৯ বছর বয়সী প্রাক্তন পাক তারকা লেগস্পিনার মুস্তাক আহমেদ দেশের হয়ে ৫২ টি টেস্ট ম্যাচ ও ১৪৪টি একদিনের ম্যাচও খেলেছেন ৷ ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বজয়ী দলের সদস্যও ছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিজের উপযুক্ত ব্যবহারই যুজবেন্দ্র চাহালের লেগস্পিনকে আরও বিষাক্ত করতে পারে, মন্তব্য মুস্তাক আহমেদের
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement