'কোনও যোগ্যতা নেই',এবার পাকিস্তানি ক্রিকেটার এমন অপমান করল পিসিবিকে, যা নজিরবিহীন

Last Updated:

ICC Champions Trophy 2025: সদ্যই শেষ হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চে ছিল না পিসিবির কোনও কর্তা। অথচ পাকিস্তানই ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রধান আয়োজক। যা নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন উঠছে।

News18
News18
সদ্যই শেষ হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চে ছিল না পিসিবির কোনও কর্তা। অথচ পাকিস্তানই ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রধান আয়োজক। যা নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন উঠছে। আসলে সেদিন সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দুই ফাইনালিস্ট দেশের কর্তাদের। এঁদের মধ্যে ভারতের ৪ জন আধিকারিক এবং নিউজিল্যান্ডের ১ জন আধিকারিক মঞ্চে উপস্থিত ছিলেন। অবশ্য এই বিষয়টাকে সমর্থনই করেছেন খোদ পাক দলের প্রাক্তন উইকেটকিপার কামরান আকমল। তিনি বলেন, “পাকিস্তানের ওই মঞ্চে থাকার যোগ্যতা নেই।” আর তাঁর বিশ্বাস, পাক আধিকারিকদের মঞ্চে আমন্ত্রণ না জানিয়ে আইসিসি একপ্রকার আয়নাই দেখিয়েছি পাকিস্তানের ক্রিকেট দলকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান মোহসিন নকভির আগে থেকেই কিছু রাজনৈতিক কাজ থাকায় তিনি দুবাইয়ে উপস্থিত থাকতে পারেননি। তাঁর পরিবর্তে বোর্ডের চিফ একজিকিউটিভ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের ডিরেক্টর সুমের আহমদ সৈয়দ সেদিন মাঠে উপস্থিত ছিলেন। কিন্তু আইসিসি-র তরফে তাঁকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহকেই বেশিরভাগ উপস্থাপনা করতে দেখা গিয়েছে।
advertisement
নিজের ইউটিউব চ্যানেলে আকমল বলেন যে, “আইসিসি আমাদের আয়না দেখিয়ে দিল।” তিনি আরও বলেছেন যে, “টুর্নামেন্টের ডিরেক্টর সুমের সেখানে ছিলেন। তাঁকে তো পাওয়া গিয়েছিল, তাহলে তিনি কেন অনুষ্ঠানে যাননি? কারণ ওখানে থাকার যোগ্যতা আমাদের নেই। আমরা তো ভাল করে ক্রিকেটটা খেলছি না। ছোটখাটো ক্রিকেট দলগুলিও আমাদের আয়না দেখিয়ে দিল। পাকিস্তান কীভাবে এই টুর্নামেন্টের আয়োজন করল, তা নিয়ে কেউই আলোচনা করছেন না। যদি এই ভাবে আমরা ক্রিকেট খেলি, তাহলে আমাদের সঙ্গে এহেন আচরণই করা হবে। আসলে যদি নিজের জন্য ক্রিকেট খেলেন, তাহলে তো কোনও সম্মানই থাকবে না।”
advertisement
advertisement
সূত্রের খবর, এই ঘটনায় আইসিসি-র কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পিসিবি। এই ‘অসম্মান’ কিছুতেই মেনে নিতে পারেনি বোর্ড। তারা ক্ষুব্ধ। আইসিসি-র দেওয়া ব্যাখ্যা তারা গ্রহণ করেনি। এদিকে সংবাদ সংস্থা পিটিআই আবার আইসিসি সূত্রের বক্তব্য তুলে ধরেছে। আইসিসি সূত্রের দাবি, তারা কঠোর ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কোনও নিয়মেই সুমেরকে আমন্ত্রণ জানানোর বাধ্যবাধকতা ছিল না।
advertisement
ওই সূত্রের আরও দাবি, “পিসিবি-র উপরতলার পদাধিকারীরা যদি একটু আলোকপাত করেন, তাহলে দেখতে পাবেন যে, আইসিসি-র সিইও জিওফ অ্যালার্ডিসও ওই দিন মঞ্চে উপস্থিত ছিলেন না। এর কারণ হল প্রোটোকল। সুমের আহমেদ হলেন পিসিবি-র কর্মী, তিনি কোনও পদাধিকারীও নন। এছাড়াও, অনুগ্রহ করে একটু দেখুন কখনও কোনও টুর্নামেন্ট পরিচালক উপস্থাপনার জন্য মঞ্চে এসেছেন?”
advertisement
প্রসঙ্গত পাকিস্তানকে এই টুর্নামেন্ট থেকে কম সময়েই বিদায় নিতে হয়েছে। গ্রুপ পর্বের প্রথম দু’টি ম্যাচ হার এবং তৃতীয়টি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার জেরে ট্রফি জেতার স্বপ্ন অধরাই রয়ে যায়। এদিকে ভারত যেহেতু ফাইনালে পৌঁছেছিল, সেই কারণে ফাইনাল ম্যাচটি দুবাইতে আয়োজিত হয়েছিল। আর ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে ধরাশায়ী করে জয়ের শিরোপা ওঠে ভারতের মাথায়।
বাংলা খবর/ খবর/খেলা/
'কোনও যোগ্যতা নেই',এবার পাকিস্তানি ক্রিকেটার এমন অপমান করল পিসিবিকে, যা নজিরবিহীন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement