KKR News: কেকেআরের ওপেনিংয়ে এবার মহাচমক! শুরু থেকেই খেলা দেখানো শুরু ব্রাভোর! কারা করবেন ইনিংস শুরু?

Last Updated:
Kolkata Knight Riders: কেকেআরের যে বিষয়গুলি নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে তারমধ্যে অন্যতম হল ওপেনিং। গত মরশুমে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম কারণ হল ওপেনিং জুটির সাফল্য।
1/6
২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫। প্রথম ম্যাচেই ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে নাইটরা। (Photo Courtesy- KKR X)
২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫। প্রথম ম্যাচেই ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে নাইটরা। (Photo Courtesy- KKR X)
advertisement
2/6
নতুন মরশুমে নতুনভাবে দল সাজিয়েছে কেকেআর। চ্যাম্পিয়ন দলের মূল নিউক্লিয়াসটাকে ধরে রাখার চেষ্টা করেলও হাতছাড়া হয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ার। নতুন মরশুম শুরুর আগে কেকেআরের একাধিক বিষয় নিয়ে চলছে জল্পনা।  (Photo Courtesy- KKR X)
নতুন মরশুমে নতুনভাবে দল সাজিয়েছে কেকেআর। চ্যাম্পিয়ন দলের মূল নিউক্লিয়াসটাকে ধরে রাখার চেষ্টা করেলও হাতছাড়া হয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ার। নতুন মরশুম শুরুর আগে কেকেআরের একাধিক বিষয় নিয়ে চলছে জল্পনা। (Photo Courtesy- KKR X)
advertisement
3/6
কেকেআরের যে বিষয়গুলি নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে তারমধ্যে অন্যতম হল ওপেনিং। গত মরশুমে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম কারণ হল ওপেনিং জুটির সাফল্য।   (Photo Courtesy- KKR X)
কেকেআরের যে বিষয়গুলি নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে তারমধ্যে অন্যতম হল ওপেনিং। গত মরশুমে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম কারণ হল ওপেনিং জুটির সাফল্য। (Photo Courtesy- KKR X)
advertisement
4/6
গত মরশুমে কেকেআরের হয়ে ওপেনিং করেছিলেন ফিল সল্ট ও সুনীল নারিন। এবার সল্ট কেকেআরের নেই। ফলে নাইটদের ওপেনিং জুটি কেমন হবে তা নিয়ে চলছে জোর চর্চা। তালিকায় রয়েছে একাধিক নাম।   (Photo Courtesy- KKR X)
গত মরশুমে কেকেআরের হয়ে ওপেনিং করেছিলেন ফিল সল্ট ও সুনীল নারিন। এবার সল্ট কেকেআরের নেই। ফলে নাইটদের ওপেনিং জুটি কেমন হবে তা নিয়ে চলছে জোর চর্চা। তালিকায় রয়েছে একাধিক নাম। (Photo Courtesy- KKR X)
advertisement
5/6
ওপেনিংয়ে সুনীল নারিনের জায়গা পাকা। অপর ওপেনার হওয়ার দৌড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার মহাতারকা কুইন্টন ডিকক ও আফগান তারকা রহমানউল্লাঙ গুরবাজ। দুজনেই মারকাটারি ব্যাটিং করতে সিদ্ধহস্তক।   (Photo Courtesy- KKR X)
ওপেনিংয়ে সুনীল নারিনের জায়গা পাকা। অপর ওপেনার হওয়ার দৌড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার মহাতারকা কুইন্টন ডিকক ও আফগান তারকা রহমানউল্লাঙ গুরবাজ। দুজনেই মারকাটারি ব্যাটিং করতে সিদ্ধহস্তক। (Photo Courtesy- KKR X)
advertisement
6/6
তবে নারিনের সঙ্গী হিসেবে সবথেকে বেশি এগিয়ে মনে করা হচ্ছে কেকেআরের নতুন অধিনায়ক অজিঙ্কে রাহানেকে। ঘরোয়া টি-২০ ক্রিকেটে ওপেন করে সাফল্য পেয়েছেন রাহানে। তাঁকে নারিনের সঙ্গী করে চমক দিতে পারে নাইট শিবির।   (Photo Courtesy- KKR X)
তবে নারিনের সঙ্গী হিসেবে সবথেকে বেশি এগিয়ে মনে করা হচ্ছে কেকেআরের নতুন অধিনায়ক অজিঙ্কে রাহানেকে। ঘরোয়া টি-২০ ক্রিকেটে ওপেন করে সাফল্য পেয়েছেন রাহানে। তাঁকে নারিনের সঙ্গী করে চমক দিতে পারে নাইট শিবির। (Photo Courtesy- KKR X)
advertisement
advertisement
advertisement