Abhishek Sharma: অভিষেক শর্মাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভারতীয় তারকা! জেনে নিন বিস্তারিত

Last Updated:

Abhishek Sharma: আইপিএল ও ভারতীয় দলের হয়ে সাম্প্রতিক একাধিক প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি এখন অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রতিভা দেখানোর জন্য প্রস্তুত।

News18
News18
ভারতের তরুণ ও বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা বর্তমানে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইপিএল ও ভারতীয় দলের হয়ে সাম্প্রতিক একাধিক প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি এখন অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রতিভা দেখানোর জন্য প্রস্তুত। আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার পারফরম্যান্স নিয়ে প্রত্যাশা তুঙ্গে। ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার মনে করেন, শর্মা যদি নিজের ফর্ম বজায় রাখতে পারেন, তবে অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউডের ছন্দ নষ্ট করে দিতে পারেন।
নায়ার বলেন,”অভিষেক শর্মার ব্যাটিংয়ের ধরনই আলাদা — তিনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকেন এবং প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। নায়ারের মতে, যদি শর্মা পুরো পাওয়ারপ্লে ওভার ব্যাট করেন, তাহলে ভারত ৬০ থেকে ৮০ রান তুলতে পারে, যা ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরি করবে। এতে তার ব্যাটিং সঙ্গীরাও নির্ভয় হয়ে নিজেদের খেলায় মনোযোগ দিতে পারবেন।”
advertisement
তবে নায়ার এটাও মনে করেন যে, এই সিরিজ অভিষেক শর্মার জন্য একটি বড় পরীক্ষা। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে জশ হ্যাজলউডের মতো অভিজ্ঞ পেসারের মুখোমুখি হওয়া সহজ নয়। যদিও তিনি বিশ্বাস করেন, আইপিএল এবং দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা শর্মাকে এই পরিস্থিতিতে সাহায্য করবে ও অভিষেক বড় রান পাবে।
advertisement
advertisement
নায়ারের মতে, অভিষেক শর্মার মধ্যে রয়েছে এক নির্ভীক মানসিকতা এবং জেতার প্রবল ইচ্ছা। তিনি আশা প্রকাশ করেছেন, এই তরুণ ক্রিকেটার নিজের ব্যাট দিয়ে অস্ট্রেলিয়ার দর্শকদের শ্রদ্ধা অর্জন করবেন। তার মতে, অস্ট্রেলিয়ায় পারফর্ম করে নাম তৈরি করা প্রতিটি ক্রিকেটারের জন্য গর্বের বিষয়, আর শর্মা সেই সুযোগটা কাজে লাগাতে প্রস্তুত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Abhishek Sharma: অভিষেক শর্মাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভারতীয় তারকা! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement