'গম্ভীরের উচিত রনজি ট্রফিতে কোচিং করানো..'! ভারতীয় কোচকে চরম কটাক্ষ ইংল্যান্ড তারকার!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir: ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীরের রেকর্ড একেবারেই ভাল নয়। ইতিমধ্য়েই তাঁকে টেস্ট দলের কোচের পদে রাখা হবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীরের রেকর্ড একেবারেই ভাল নয়। ইতিমধ্য়েই তাঁকে টেস্ট দলের কোচের পদে রাখা হবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এরই মধ্যে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মন্টি পানেসার সম্প্রতি গৌতম গম্ভীরকে কটাক্ষ করেছেন। তাঁর মতে, গম্ভীরের উচিত ভারতের ঘরোয়া লাল বলের সর্বোচ্চ প্রতিযোগিতা রনজি ট্রফিতে কোচিংয়ের দায়িত্ব নেওয়া। পানেসারের বিশ্বাস, রনজি ট্রফিতে কাজ করলে এবং সেখানে অভিজ্ঞ কোচদের সঙ্গে নিয়মিত আলোচনা করলে গম্ভীর টেস্ট ক্রিকেটে দল গঠনের কৌশল আরও ভালোভাবে বুঝতে পারবেন। লাল বলের ক্রিকেটে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধৈর্য যে কতটা গুরুত্বপূর্ণ, তা এই পর্যায়ে কাজ করলে স্পষ্ট হবে বলেই মনে করছেন তিনি।
গম্ভীরের কোচিং কেরিয়ার সাদা ও লাল বলের ফরম্যাটে একেবারেই ভিন্ন চিত্র তুলে ধরেছে। সাদা বলের ক্রিকেটে তিনি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন—ভারত তাঁর অধীনে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং এখনও পর্যন্ত কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ হারেনি। তবে টেস্ট ক্রিকেটে পরিস্থিতি উদ্বেগজনক। গম্ভীরের কোচিংয়ে ভারত ঘরের মাঠে দু’বার হোয়াইটওয়াশ হয়েছে, যা দেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন। গত দেড় বছরে টেস্ট ও অন্যান্য লাল বলের আন্তর্জাতিক ম্যাচে জয়ের তুলনায় হারের সংখ্যাই বেশি।
advertisement
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে পানেসার বলেন, “এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল দুর্বল—এটাই বাস্তবতা।” তাঁর মতে, তিনজন বড় ও অভিজ্ঞ খেলোয়াড় অবসর নেওয়ার পর নতুন ও তুলনামূলক কম অভিজ্ঞ ক্রিকেটারদের মানিয়ে নিতে সময় লাগছে। শক্ত ভিতের একটি টেস্ট দল গড়ে তুলতে ধাপে ধাপে কাজ করা জরুরি, যা রনজি ট্রফির মতো প্রতিযোগিতায় কোচিং করলে শেখা সম্ভব।
advertisement
advertisement
আরও পড়ুনঃ KKR News: ১৯টি চার, ৯টি ছয়, ২৩৬ রান, বিধ্বংসী ব্যাটিং কেকেআর তারকার, লক্ষ্য ওডিআই টিম ইন্ডিয়া
এই পরিস্থিতির মধ্যেই জোরালো গুঞ্জন উঠেছে যে বিসিসিআই গম্ভীরের প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণের সঙ্গে টেস্ট দলের কোচ হওয়া নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে। যদিও বোর্ড এই খবর সম্পূর্ণ অস্বীকার করেছে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, এই সব খবর ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। তবুও গম্ভীরের টেস্ট কোচ হিসেবে ভবিষ্যৎ এবং ভারতীয় লাল বলের ক্রিকেটের দিশা নিয়ে আলোচনা চলছেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 8:22 PM IST








