AUS vs ENG: বোলারদের দাপটে অ্যাশেজের প্রথম দিনই তৈরি হল নতুন ইতিহাস, ১১৬ বছর পর বিরল নজির

Last Updated:

AUS vs ENG: অ্যাসেজের প্রথম টেস্টের প্রথম দিনই বোলারদের দাপট। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় তৈরি হল নতুন ইতিহাস।

News18
News18
অ্যাসেজের প্রথম টেস্টের প্রথম দিনই বোলারদের দাপট। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় তৈরি হল নতুন ইতিহাস। বিশ্বের অন্যতম দ্রুতগতির পিচ পার্থে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াইয়ের প্রথম দিনেই পড়ল ১৯ উইকেট। দিনের শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দল মাত্র ১৭২ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক তার আগুনে বোলিংয়ে একাই ৭টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দেন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংও বড় ধাক্কা খায় ইংল্যান্ডের পেস বোলিং ব্রিগেডের সামনে। জোফ্রা আর্চার ও বেন স্টোকসের দুর্দান্ত বোলিং অজি ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন। শুরুতেই অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে ধাক্কা দেন জোফ্রা আর্চার। অধিনায়ক বেন স্টোকস দিনের শেষ ভাগে দুর্দান্ত এক স্পেল করে মাত্র ৩০ বলে পাঁচটি উইকেট তুলে নেন। ফলে ১২৩ রানে নয় উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া। স্টাম্পস হওয়ার আগে যদি আরও এক-দুই ওভার থাকত, তবে অজিরা অলআউট হয়ে যেতে পারত বলেও ধারণা করা হচ্ছে।
advertisement
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণেও নেতৃত্ব দেন অভিজ্ঞ মিচেল স্টার্ক। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের অনুপস্থিতিতে স্টার্ক একাই বল হাতে দায়িত্ব কাঁধে তুলে নেন এবং ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স (৭–৫৮) উপহার দেন। যদিও পূর্বে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬–৯ করা স্পেলটির জন্য আলোচিত ছিলেন, কিন্তু পার্থের মঞ্চে তার নতুন বোলিং ফিগার সেই রেকর্ডকেও ছাড়িয়ে যায়।
advertisement
advertisement
দিনের খেলা শেষে ম্যাচের অবস্থান অনেকটাই ইংল্যান্ডের নিয়ন্ত্রণে বলে মনে করা হচ্ছে। প্রথমে ব্যাটিং ব্যর্থতা সামলে অস্ট্রেলিয়ার নয়টি উইকেট তুলে নেওয়ায় মোমেন্টাম ইংল্যান্ডের দিকেই ঝুঁকে গেছে। দ্বিতীয় দিনের খেলা শুরু হলে ম্যাচের রূপ আরও স্পষ্ট হয়ে উঠবে, তবে প্রথম দিনের নাটকীয় উত্তেজনা অ্যাশেজ সিরিজের প্রতিদ্বন্দ্বিতাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।
advertisement
এবারের অ্যাসেজের প্রথম দিনের খেলা জায়গা করে নিল ইতিহাসের পাতায়। ১১৬ বছর পর প্রথমবার অ্যাসেজে একদিনে ১৮ বা তার বেশি উইকেট পড়ল। শেষবার অ্যাসেজে এমন ঘটনা ঘটেছিল ১৯০৯ সালে। সেবার ১৪৭ রানে অবআউট হয়ে গিয়েছিল অজিরা। জবাবে ইংল্যান্ড ১১৯ রানে গুটিয়ে গিয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
AUS vs ENG: বোলারদের দাপটে অ্যাশেজের প্রথম দিনই তৈরি হল নতুন ইতিহাস, ১১৬ বছর পর বিরল নজির
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement