ফরাসি বিপ্লবের অপেক্ষায় সেন্ট পিটার্সবার্গ, সেমিতে যাদু দেখাতে তৈরি পোগবা-গ্রিজম্যানরা

Last Updated:

বিশ্বকাপে অন্যতম সেরা ফুটবল উপহার দিয়েছেন এমব্যাপে, গ্রিজম্যানরা।

#সেন্ট পিটার্সবার্গ: বিশ্বকাপে অন্যতম সেরা ফুটবল উপহার দিয়েছেন এমব্যাপে, গ্রিজম্যানরা। এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার জিনেদিন জিদানের দেশ। ডেনমার্ক বাদে প্রায় সব ম্যাচেই আধিপত্য রেখে জিতেছেন পোগবারা। প্রি কোয়ার্টারে দেশঁর ছেলেদের কাছে হার মেনেছেন মেসিরাও।
ইউরো কাপ হাতছাড়া হওয়ার হতাশা ভুলতে এবার কাপ চান দিদিয়ের দেশঁর ছেলেরা। প্রতি ম্যাচ পিছু অঙ্ক কষেই এগোচ্ছেন আতোঁয়া গ্রিজম্যানরা। টিমগেম আর আক্রমণে বিপক্ষকে নাজেহাল করে মিলছে সহজ জয়ও। এমব্যাপের মধ্যে ইতিমধ্যেই জিদানের ছায়া দেখছেন ফরাসিবাসী। শেষবার জিদানের হাত ধরেই বিশ্বকাপ ঘরে তুলেছিলেন ফরাসিরা। মস্কোতেও কি তার পুনরাবৃত্তি হবে ?
advertisement
advertisement
DhmJabwWAAIHkeb
কীভাবে সেমিফাইনালে ফ্রান্স ?
রাশিয়ায় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় ফ্রান্স। দ্বিতীয় ম্যাচ পেরুর বিরুদ্ধে ১-০ গোলে জয়। গ্রুপের শেষ খেলায় ডেনমার্কের সঙ্গে গোলশূন্য ড্র। প্রি কোয়ার্টারে আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্স জেতে ৪-৩ গোলে। কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে দু’গোলে হারান এমব্যাপেরা। পাঁচ ম্যাচে ফ্রান্স গোল করেছে ৯টি। ফ্রান্সের জালে বল ঢুকেছে চার বার। দেশঁর টিমের এমব্যাপে ও গ্রিজম্যান ৩টি করে গোল করেছেন।
advertisement
সেমিতেই আসল পরীক্ষা দেশঁর ছেলেদের। প্রতিপক্ষ বেলজিয়াম। ইতিমধ্যেই কোয়ার্টারে ব্রাজিলের ছুটির ঘণ্টা বাজিয়ে দিয়েছেন লুকাকুরা। দুই দলেরই আক্রমণভাগ বিশ্বকাপের অন্যতম সেরা। লুকাকুরা সেরা ফর্মে থাকলেও অভিজ্ঞতাতে পোগবারা ম্যাচ বের করে নিতে পারেন কি না, সেটাই দেখার।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ফরাসি বিপ্লবের অপেক্ষায় সেন্ট পিটার্সবার্গ, সেমিতে যাদু দেখাতে তৈরি পোগবা-গ্রিজম্যানরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement