PSG-র জার্সিতে প্রথম গোল Lionel Messi-র, দেখুন দারুণ গোলের Viral Video

Last Updated:

এমব্যাপে পিএসজি (PSG) জার্সিতে মেসির (Lionel Messi) প্রথম গোলে সহযোগিতা করেন৷ আর্জেন্টাইন তারকার পিএসজি জার্সিতে এটা প্রথম গোল৷ দেখুন সেই গোল৷

 Watch video how Lionel Messi scores goal in PSG jersey
Watch video how Lionel Messi scores goal in PSG jersey
#প্যারিস: লিওনেল মেসি (Lionel Messi) পিএসজি-র (PSG) জার্সিতে মরশুমের প্রথম গোল করলেন৷ ম্যানচেস্টের সিটির (Manchester City) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) গ্রুপ পর্বের ম্যাচে গোল পেলেন এলএম টেন৷ ম্যাচের ৭৪ মিনিটে ডেডলক ভাঙেন মেসি৷ পেপ গুয়ারদিওলার ম্যানচেস্টার সিটিকে এদিন ২-০ গোলে হারাল প্যারিস সেন্ট জার্মেইন৷
এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে  (Champions League)  নিজেদের গ্রুপে এক নম্বরে পিএসজি  (PSG) ৷ এদিকে এই গ্রুপে রয়েছে ক্লাব বারগি, যারা হারাল আরবি লেইপজিগ৷
মেসি (Lionel Messi) ও কাইলিয়ান এমব্যাপে -র জুটিতে এদিন পিএসজি  (PSG)  ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ দাপট দেখায়৷ ম্যানচেস্টার সিটি-র মাঝমাঠের বড় ফাঁক থেকে মেসি কাউন্টার অ্যাটাকে ৭৪ মিনিটে গোল করে দেন৷
advertisement
advertisement
এমব্যাপে পিএসজি (PSG) জার্সিতে মেসির (Lionel Messi) প্রথম গোলে সহযোগিতা করেন৷ আর্জেন্টাইন তারকার পিএসজি জার্সিতে এটা প্রথম গোল৷ দেখুন সেই গোল৷
advertisement
প্যারিস সেন্ট জার্মেইনের (PSG)  জার্সিতে এটি চতুর্থ ম্যাচ ছিল৷ গত মাসে রেমিসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে গত মাসে  অভিষেক ঘটান৷ এই ম্যাচে প্রথম একাদশের বিকল্প হিসেবে নেমেছিলেন৷
ঘরের মাঠে লিঁও-র বিরুদ্ধে তিনি অভিষেক করেন৷ সংবাদমাধ্যমকে এদিনের ম্যাচে জয়ের পর লিওনেল মেসি (Lionel Messi) জানিয়েছেন, ‘‘আমি খুশি আমি গোল করেছি৷’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘ আমি সাম্প্রতিক খেলায় খেলতে পারিনি৷ এই মাঠে এটা আমার দ্বিতীয় গোল৷ আমি নতুন দলের সঙ্গে মানিয়ে নিচ্ছি৷  আমরা যত এগোবে তত আমাদের মধ্যে যোগাযোগ বাড়বে৷ আমাদের একসঙ্গে বড় হয়ে উঠতে হবে৷ আমাদের সেরাটা দিয়ে যেতে হবে৷ ’’
তিনি আরও বলেছেন, ‘‘ওরা খুব শক্তিশালী প্রতিপক্ষ ৷  আমাদের এই ম্যাচ জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল৷ কারণ প্রথম ম্যাচে Brugge -র বিরুদ্ধে ড্র হয়েছে ম্যাচ৷ আমি মাঠেনেমে খেলতে চাইছিলাম আমি খুব বেশি খেলিনি৷ আমার নতুন সতীর্থদের সঙ্গে আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছি দলের সঙ্গেও৷ আজকে একটা গুরুত্বপূর্ণ দিন৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PSG-র জার্সিতে প্রথম গোল Lionel Messi-র, দেখুন দারুণ গোলের Viral Video
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement