ক্লাবের জার্সিতে সতীর্থ, বিশ্বকাপ সেমি-র টিকিটে মুখোমুখি লড়াইয়ে কাভানি বনাম এমব্যাপে
Last Updated:
শুক্রবার সারা পৃথিবী জুড়েই সিলভার স্ক্রিনে ব্লকবাস্টার রিলিজের তারিখ থাকে ৷
#নিজনি নভগরোদ : শুক্রবার সারা পৃথিবী জুড়েই সিলভার স্ক্রিনে ব্লকবাস্টার রিলিজের তারিখ থাকে ৷ আর সেই দিনেই এবারের বিশ্বকাপের দুটি হেভিওয়েট ম্যাচ হবে ৷ একটিতে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে- ফ্রান্স ৷ অন্যম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে ব্রাজিল বনাম বেলজিয়ামের ৷
শুক্রবারের প্রথম ব্লকবাস্টারের তারকা এই মুহূর্তে ফরাসি তরুণ তুর্কি এমব্যাপে ৷ দুরন্ত পারফরম্যান্সে কার্যত একাই প্যাকআপ করে দিয়েছেন মেসির আর্জেন্টিনাকে ৷
advertisement
এমবাপের দারুণ স্পিডকে সামাল দিতে উরুগুয়ে রক্ষণ ভাগে জোর দিচ্ছে ৷ ডিফেন্স লাইনের দায়িত্ব সামলাবেন চারজন ফুটবলার ৷ এদিকে প্রি-কোয়ার্টারের ম্যাচে গোল করা এডিনসন কাভানির চোট যাতে দ্রুত সেরে যায় ও শুক্রবারের ম্যাচে নিজের ফর্মের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন সে বিষয়েও কাজ চালাচ্ছে থিঙ্কট্যাঙ্ক ৷ এবারের রাশিয়া বিশ্বকাপে তাদের ইউএসপি জমাট ডিফেন্স এবং প্রথম শ্রেণীর আক্রমণ ৷
advertisement
অস্কার তাবারেজ বলেছেন
পাশাপাশি দিদিয়ের দেশঁ জানিয়েছেন ,
পিএসজি-তে সতীর্থ কাভানি ও এমবাপে এদিন মুখোমুখি হবেন ৷ একজন অভিজ্ঞ স্ট্রাইকার তাঁর দলকে সেমিফাইনালে তোলার চ্যালেঞ্জ নিয়ে নামবেন ৷ অন্যদিকে ১৯-র এমবাপে মাঠে নামবেন বিশ্বমঞ্চে নিজের গা থেকে উঠতি তারকার জার্সি খুলে রেখে তারকা-র তকমা পার্মানেন্ট করে নিতে ৷
advertisement
এদিকে এমব্যাপের পাশাপাশি নজরে থাকবেন ফরাসি তারকা অ্যান্তেনিও গ্রিজম্যান ৷ ইউরোর সেরা গোলস্কোরারের পারফরম্যান্স আটকাতে তৎপরতা দেখাতে হবে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে ৷ দায়িত্ব নিতে হবে উরুগুয়ে অধিনায়ক দিয়েগো গডিন, হোসে গিমেনেজ, মার্টিন ক্যাসেরেস ও দিয়েগো ল্যাকস্যালটকে ৷
শুধু এমবাপে বনাম কাভানিই এক ক্লাব দলের মুখোমুখি হচ্ছেন তাই নয়, গডিন এবং গিমিনেজ সতীর্থ৷ গ্রিজম্যান, বেনতানকার মাতুইদি জুভেন্তাসের হয়ে খেলেন ৷ তবে উরুগুয়ের লুই সুয়ারেজ ও ফরাসি স্যামুয়েল উমতিতি বার্সার হয়ে খেললেও শুক্রবারের ব্লকবাস্টার এনকাউন্টারে একে অপরের বিরুদ্ধে নামবেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2018 1:43 PM IST