ক্লাবের জার্সিতে সতীর্থ, বিশ্বকাপ সেমি-র টিকিটে মুখোমুখি লড়াইয়ে কাভানি বনাম এমব্যাপে

Last Updated:

শুক্রবার সারা পৃথিবী জুড়েই সিলভার স্ক্রিনে ব্লকবাস্টার রিলিজের তারিখ থাকে ৷

#নিজনি নভগরোদ : শুক্রবার সারা পৃথিবী জুড়েই সিলভার স্ক্রিনে ব্লকবাস্টার রিলিজের তারিখ থাকে ৷ আর সেই দিনেই এবারের বিশ্বকাপের দুটি হেভিওয়েট ম্যাচ হবে ৷ একটিতে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে- ফ্রান্স ৷ অন্যম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে ব্রাজিল বনাম বেলজিয়ামের ৷
শুক্রবারের প্রথম ব্লকবাস্টারের তারকা এই মুহূর্তে ফরাসি তরুণ তুর্কি এমব্যাপে ৷ দুরন্ত পারফরম্যান্সে কার্যত একাই প্যাকআপ করে দিয়েছেন মেসির আর্জেন্টিনাকে ৷
(image: FIFA) (image: FIFA)
advertisement
এমবাপের দারুণ স্পিডকে সামাল দিতে উরুগুয়ে রক্ষণ ভাগে জোর দিচ্ছে ৷ ডিফেন্স লাইনের দায়িত্ব সামলাবেন চারজন ফুটবলার ৷ এদিকে প্রি-কোয়ার্টারের ম্যাচে গোল করা এডিনসন কাভানির চোট যাতে দ্রুত সেরে যায় ও শুক্রবারের ম্যাচে নিজের ফর্মের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন সে বিষয়েও কাজ চালাচ্ছে থিঙ্কট্যাঙ্ক ৷  এবারের রাশিয়া বিশ্বকাপে তাদের ইউএসপি জমাট ডিফেন্স এবং প্রথম শ্রেণীর আক্রমণ ৷
advertisement
অস্কার তাবারেজ বলেছেন
‘‘ফরাসি আক্রমণকে একবার ঢুকতে দিলেই ম্যাচ হাতের থেকে বেরিয়ে যাবে ৷ ’’
পাশাপাশি দিদিয়ের দেশঁ জানিয়েছেন ,
‘‘ উরুগুয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনালের লড়াই অন্য মানের খেলা হবে ৷ ’’
পিএসজি-তে সতীর্থ কাভানি ও এমবাপে এদিন মুখোমুখি হবেন ৷ একজন অভিজ্ঞ স্ট্রাইকার তাঁর দলকে সেমিফাইনালে তোলার চ্যালেঞ্জ নিয়ে নামবেন ৷ অন্যদিকে ১৯-র এমবাপে মাঠে নামবেন বিশ্বমঞ্চে নিজের গা থেকে উঠতি তারকার জার্সি খুলে রেখে তারকা-র তকমা পার্মানেন্ট করে নিতে ৷
advertisement
এদিকে এমব্যাপের পাশাপাশি নজরে থাকবেন ফরাসি তারকা অ্যান্তেনিও গ্রিজম্যান ৷ ইউরোর সেরা গোলস্কোরারের পারফরম্যান্স আটকাতে তৎপরতা দেখাতে হবে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে ৷ দায়িত্ব নিতে হবে উরুগুয়ে অধিনায়ক দিয়েগো গডিন, হোসে গিমেনেজ, মার্টিন ক্যাসেরেস ও দিয়েগো ল্যাকস্যালটকে ৷
শুধু এমবাপে বনাম কাভানিই এক ক্লাব দলের মুখোমুখি হচ্ছেন তাই নয়, গডিন এবং গিমিনেজ সতীর্থ৷ গ্রিজম্যান, বেনতানকার মাতুইদি জুভেন্তাসের হয়ে খেলেন ৷ তবে উরুগুয়ের লুই সুয়ারেজ ও ফরাসি স্যামুয়েল উমতিতি বার্সার হয়ে খেললেও শুক্রবারের ব্লকবাস্টার এনকাউন্টারে একে অপরের বিরুদ্ধে নামবেন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ক্লাবের জার্সিতে সতীর্থ, বিশ্বকাপ সেমি-র টিকিটে মুখোমুখি লড়াইয়ে কাভানি বনাম এমব্যাপে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement