কাভানিহীন উরুগুয়েকে হেলায় হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

Last Updated:

ফ্রান্স: ২ ( ভারান-৪০', গ্রিজম্যান-৬০'), উরুগুয়ে- ০

ফ্রান্স: ২ ( ভারান-৪০',  গ্রিজম্যান-৬০'), উরুগুয়ে- ০
#নিজনি নভগরোদ: আঁতোয়ার ছোঁয়ায় বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। গোল করলেন এবং করালেন গ্রিজম্যান। উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে দিদিয়ের দেশঁর দল।
শুক্রবার প্রথম থেকেই ম্যাচের রাশ ছিল এমব্যাপেদের হাতে। প্রথমার্ধের শেষের দিকে গ্রিজম্যানের মাপা ফ্রি-কিক থেকে নিখুঁত মাথা ছুঁইয়ে ফ্রান্সকে এগিয়ে দেন ভারান। দ্বিতীয়ার্ধে গ্রিজম্যানের জোরালো শট আটকাতে গিয়ে গোলেই ঢুকিয়ে বসেন উরুগুয়ে গোলকিপার মুসলেরা। কাভানিহীন উরুগুয়ে এরপর চেষ্টা করলেও গোল আসেনি। 
advertisement
advertisement
মেসি,রোনাল্ডো,ইনিয়েস্তা, সুয়ারেজ ৷ বিশ্ব ফুটবলের সব এক একজন নক্ষত্র ৷ তাঁরা প্রত্যেকেই একে একে বিদায় নিলেন এবারের বিশ্বকাপ থেকে ৷  ফুটবলের ঈশ্বর যেন সব নায়কদের প্রতি এত নির্দয় ! অথচ এদের খেলা দেখতে, এদের গোল দেখতেই এত মানুষ মাঠে আসেন, টিভির পর্দায় চোখ রাখেন ৷ এদিন অবশ্য নিজেদের খেলায় হতাশই করেছেন সুয়ারেজরা ৷ 
advertisement
চোটের জন্য কাভানি না থাকায় এদিন মনে করা হচ্ছিল আরও হয়তো রক্ষ্মণাত্বক স্ট্র্যাটেজি নেবে তাবারেজ ব্রিগেড ৷ কিন্তু বাস্তবে হল ঠিক এর উল্টোটা ৷ ম্যাচের প্রথম থেকেই গোল করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল উরুগুয়ে ৷ কিন্তু এর মধ্যেই গোল গোল পেয়ে যান ফ্রান্সের ভারান ৷ বিরতির আগেই গোলশোধের সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ উরুগুয়ে ৷ দ্বিতীয়ার্ধে গোলকিপার মুসলেরার ভুলে আরও একটি গোল হজম করে উরুগুয়ে ৷ তখনই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় সুয়ারেজদের ৷ শেষপর্যন্ত ম্যাচে ফিরেও আসতে পারেনি তারা ৷ ২-০ গোলে হেরে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ উরুগুয়ের ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কাভানিহীন উরুগুয়েকে হেলায় হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement