গোয়ায় শেষ মিনিটের গোলে কোস্টারিকা বধ জার্মানদের
Last Updated:
জার্মানি: ২ [ জান-ফিয়েতে আর্প (২১'), নোয়া অউকু (৮৯')], কোস্টারিকা: ১ [ অ্যান্দ্রে গোমেজ (৬৪') ]
জার্মানি: ২ [ জান-ফিয়েতে আর্প (২১'), নোয়া অউকু (৮৯')]
কোস্টারিকা: ১ [ অ্যান্দ্রে গোমেজ (৬৪') ]
#মারগাও: জার্মানি মানেই পাওয়ার ফুটবল ৷ গোলের বন্যা ৷ শনিবার গোয়াতে অবশ্য এই সব কিছুই দেখা গেল না ৷ কোস্টারিকার বিরুদ্ধে প্রায় শেষ মিনিটের গোলে জিতল জার্মানি ৷ ম্যাচের ফল জার্মানির পক্ষে ২-১ ৷
advertisement
মারগাওয়ে কোস্তা রিকাকে ২-১ গোলে হারাল জার্মানি। জার্মানির হয়ে ২১ মিনিটে প্রথম গোল করে তাদের এগিয়ে দেয় জান ফিয়েতে আর্প। কোস্তা রিকা অবশ্য শুরু থেকেই অনেক বেশি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়েছিল ৷ তা সত্ত্বেও হার আটকাতে পারেননি উত্তর আমেরিকার দল ৷ প্রথমার্ধে জার্মানি ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটেই সমতায় ফেরে কোস্টারিকা ৷ কিন্তু ৮৯ মিনিট পর্যন্ত ১-১ থাকলেও জার্মানিকে ম্যাচ জেতান নোয়া আয়ুকু ৷ অন্য ম্যাচে ইরান ৩-১ গোলে হারিয়ে দেয় গিনিকে। ম্যাচের তিনটি গোলই দ্বিতীয়ার্ধে করে ইরান ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2017 9:16 AM IST