ব্রেট লি, ওয়ার্নারদের সঙ্গে কথা বলেই ভারতে, শুনে নিন অজি বিশ্বকাপার টিম ক্যাহিল আর কী বললেন

Last Updated:
#কলকাতা: সকারুজ তারকাদের মধ্যে একজনের নাম যদি বলা হয়, তাহলে তিনি অবশ্যই টিম কাহিল ৷ ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি গোটা বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ ৩৮ বছরের অস্ট্রেলিয়ান কিংবদন্তীর এবছর পা পড়েছে ভারতে ৷ জামশেদপুর এফসি-র হয়ে আইএসএলে খেলতে দেখা যাবে টিম ক্যাহিলকে ৷ আইএসএলের পরিকাঠামো দেখে কিন্তু খুশি অস্ট্রেলিয়ান তারকা ৷
কলকাতায় আইএসএলের মিডিয়া ডে-তে ক্যাহিল এদিন জানান, ‘‘ ভারতে আসার পর থেকেই আমার দারুণ লাগছে ৷ জামশেদপুরে টাটা ফুটবল অ্যাকাডেমির পরিকাঠামো দুর্দান্ত ৷ মোট তিনটে মাঠ রয়েছে প্র্যাকটিসের ৷ জিম এবং অন্যান্য ট্রেনিং ব্যবস্থার পাশাপাশি থাকা-খাওয়া সব ব্যবস্থাই খুব ভাল ৷ অত্যন্ত পেশাদার ফ্র্যাঞ্চাইজি জামশেদপুর ৷ পরিকাঠামো নিয়ে অন্তত কোনও অভিযোগ নেই আমার ৷ আর সবথেকে ভাল লাগছে জামশেদপুর শহরের পরিবেশ এবং সেখানকার ফুটবলপ্রেমীদের ৷ ওই শহরে ট্রাফিকের সমস্যা যেমন নেই ৷ ফুটবল খেলার জন্যও আদর্শ ৷ আমি মনে করি ভারতীয় ফুটবল এখন যথেষ্ট ভাল জায়গায় ৷ মাদ্রিদে গিয়ে ট্রেনিংয়ের পাশাপাশি প্রি সিজন ম্যাচগুলিতেও যথেষ্ট ভাল পারফরম্যান্স জামশেদপুর এফ সি-র ৷ এবছর তাই জামশেদপুরের ভাল কিছু করে দেখানোর সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ৷ ’’
advertisement
এর পাশাপাশি ৬ মাসের দীর্ঘ টুর্নামেন্ট, ভারতের আবহাওয়ায় খেলতে কতটা সমস্যা হতে পারে ? এই প্রশ্নের উত্তরে ক্যাহিল স্পষ্ট জানান, ‘‘ একজন পেশাদার ফুটবলারের কাছে আবহাওয়া কোনও ফ্যাক্টর নয় ৷ ইউরোপের ঠাণ্ডা আবহাওয়ার পাশাপাশি কাতার, সৌদি আরব, আমিরশাহীর গরমেও খেলার অভিজ্ঞতা রয়েছে আমার ৷ তাই ভারতের পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না ৷ ’’
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ব্রেট লি, ওয়ার্নারদের সঙ্গে কথা বলেই ভারতে, শুনে নিন অজি বিশ্বকাপার টিম ক্যাহিল আর কী বললেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement