ব্রেট লি, ওয়ার্নারদের সঙ্গে কথা বলেই ভারতে, শুনে নিন অজি বিশ্বকাপার টিম ক্যাহিল আর কী বললেন
Last Updated:
#কলকাতা: সকারুজ তারকাদের মধ্যে একজনের নাম যদি বলা হয়, তাহলে তিনি অবশ্যই টিম কাহিল ৷ ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি গোটা বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ ৩৮ বছরের অস্ট্রেলিয়ান কিংবদন্তীর এবছর পা পড়েছে ভারতে ৷ জামশেদপুর এফসি-র হয়ে আইএসএলে খেলতে দেখা যাবে টিম ক্যাহিলকে ৷ আইএসএলের পরিকাঠামো দেখে কিন্তু খুশি অস্ট্রেলিয়ান তারকা ৷
কলকাতায় আইএসএলের মিডিয়া ডে-তে ক্যাহিল এদিন জানান, ‘‘ ভারতে আসার পর থেকেই আমার দারুণ লাগছে ৷ জামশেদপুরে টাটা ফুটবল অ্যাকাডেমির পরিকাঠামো দুর্দান্ত ৷ মোট তিনটে মাঠ রয়েছে প্র্যাকটিসের ৷ জিম এবং অন্যান্য ট্রেনিং ব্যবস্থার পাশাপাশি থাকা-খাওয়া সব ব্যবস্থাই খুব ভাল ৷ অত্যন্ত পেশাদার ফ্র্যাঞ্চাইজি জামশেদপুর ৷ পরিকাঠামো নিয়ে অন্তত কোনও অভিযোগ নেই আমার ৷ আর সবথেকে ভাল লাগছে জামশেদপুর শহরের পরিবেশ এবং সেখানকার ফুটবলপ্রেমীদের ৷ ওই শহরে ট্রাফিকের সমস্যা যেমন নেই ৷ ফুটবল খেলার জন্যও আদর্শ ৷ আমি মনে করি ভারতীয় ফুটবল এখন যথেষ্ট ভাল জায়গায় ৷ মাদ্রিদে গিয়ে ট্রেনিংয়ের পাশাপাশি প্রি সিজন ম্যাচগুলিতেও যথেষ্ট ভাল পারফরম্যান্স জামশেদপুর এফ সি-র ৷ এবছর তাই জামশেদপুরের ভাল কিছু করে দেখানোর সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ৷ ’’
advertisement
এর পাশাপাশি ৬ মাসের দীর্ঘ টুর্নামেন্ট, ভারতের আবহাওয়ায় খেলতে কতটা সমস্যা হতে পারে ? এই প্রশ্নের উত্তরে ক্যাহিল স্পষ্ট জানান, ‘‘ একজন পেশাদার ফুটবলারের কাছে আবহাওয়া কোনও ফ্যাক্টর নয় ৷ ইউরোপের ঠাণ্ডা আবহাওয়ার পাশাপাশি কাতার, সৌদি আরব, আমিরশাহীর গরমেও খেলার অভিজ্ঞতা রয়েছে আমার ৷ তাই ভারতের পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না ৷ ’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2018 5:33 PM IST