ISL 2017-18: ঘরের মাঠে পুণের কাছে চার গোলে বিধ্বস্ত গতবারের চ্যাম্পিয়নরা

Last Updated:

এটিকে- ১ (বিপিন), পুণে সিটি এফ সি - ৪ (মার্সেলো-২, রোহিত, আলফারো)

এটিকে- ১ (বিপিন)
পুণে সিটি এফ সি- ৪ (মার্সেলো-২, রোহিত, আলফারো)
#কলকাতা : আইএসএলের চার বছরের ইতিহাসে পুণে সিটি এফ সি মনে রাখার মতো কোনও পারফরম্যান্স করুক বা না করুক একটা বিষয় তারা ধারাবাহিকভাবে করে গিয়েছে ৷ সেটা হল টুর্নামেন্টের দু’বারের চ্যাম্পিয়ন এটিকে-কে প্রায় সব ম্যাচেই হারানো ৷এখনও পর্যন্ত মাত্র একবারই হৃত্বিক রোশনের দল হেরেছে কলকাতার কাছে ৷রবিবারের ম্যাচ ধরলে এই নিয়ে ছ’বার এটিকে-কে হারাল পুণে ৷ আর যুবভারতীতে এদিন রাঙ্কো পোপোভিচের দল শুধু জিতলই না, ধ্বংস করল এটিকে-কে ৷ ম্যাচের ফল ১-৪ ৷এটিকে-র ফুটবলাররা যে এদিন প্রায় আত্মসমর্পণ করেছেন  স্কোর লাইনেই তা স্পষ্ট ৷
advertisement
advertisement
ফ্রি-কিকে বিপিনের একমাত্র গোলটা বাদে ম্যাচে এটিকে-র বলার মতো পারফরম্যান্স কিছুই নেই ৷জঘন্য ডিফেন্স, ছন্নছাড়া মিডফিল্ড ৷ ততোধিক জঘন্য গোলকিপিং ৷ গতবারের চ্যাম্পিয়ন দলের অন্যতম নায়ক দেবজিত মজুমদারের তিন কাঠির তলায় এদিনের পারফরম্যান্স দেখে হতাশই হতে হল ৷ ম্যাচে কোনও ভাল সেভ তাঁর কাছ থেকে পাওয়া যায়নি ৷ পুণের স্ট্রাইকাররা এদিন অবলীলায় গোল করে গিয়েছেন ৷ পুণেও যে দুর্দান্ত কিছু খেলেছে তা নয় ৷ কিন্তু গোলের সুযোগগুলিকে কাজে লাগাতে সফল মার্সেলিনোরা ৷যে কাজে আবার একেবারেই ব্যর্থ এটিকে ৷
advertisement
প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলিকে কাজে লাগাতে পারেননি এটিকে-র ফুটবলাররা ৷মার্কি আইরিশ তারকা রবি কিন, জয়েশ রানে-সহ দলের একাধিক গুরুত্বপূ্র্ণ ফুটবলাররা এখন চোট-আঘাত সমস্যায় ভুগছেন ৷ দলের বাকি প্লেয়ারদের খেলা দেখেও এদিন হতাশই হতে হল ৷ প্রথম ম্যাচে কেরলের কাছে গোলশূন্য ড্র-য়ের পর এবার চার গোল হজম ৷ এবারের আইএসএল-এর শুরুটা মোটেই ভাল হল না এটিকে-র ৷ তবে এবছর লম্বা টুর্নামেন্টে ৷ এখনও অনেক ম্যাচ বাকি ৷ সামনের ম্যাচগুলিতে সব বিভাগেই উন্নতি করা ছাড়া আর কোনও বিকল্প নেই টেডি শেরিংহ্যামের দলের কাছে ৷
advertisement
যুবভারতীতে এদিন খেলা দেখতে এসেছিলেন ৩২,৮১৬ দর্শক ৷ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচগুলির তুলনায় এই সংখ্যাটা অত্যন্ত কম ৷ প্রথম ম্যাচেই তাঁদের যা অভিজ্ঞতা হল, তাতে এটিকে-র পরের হোম ম্যাচগুলিতে মাঠে দর্শকসংখ্যা আরও কম হলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2017-18: ঘরের মাঠে পুণের কাছে চার গোলে বিধ্বস্ত গতবারের চ্যাম্পিয়নরা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement