‘‘ বিপিনের গোলে সমতায় ফেরার পর দল ঘুমিয়ে পড়েছিল ’’: শেরিংহ্যাম

Last Updated:

ম্যাচে চার চারটে গোল হজম ৷ গোলকিপারের দিকে আঙুল তো উঠবেই ৷

#কলকাতা: ম্যাচে চার চারটে গোল হজম ৷ গোলকিপারের দিকে আঙুল তো উঠবেই ৷ যেভাবে প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে তিনটে গোল তিনি হজম করেছেন, তাতে যুবভারতী ফেরত এটিকে সমর্থকরা দেবজিতকেই খলনায়কের তকমা দিয়েছেন ৷ যাঁর উপর সবচেয়ে বেশি ভরসা, সেই এটিকে গোলরক্ষক যে এভাবে ম্যাচে ঝোলাবেন তা কেউই আশা করেননি৷সমর্থকদের সঙ্গে অবশ্য একমত নন এটিকে কোচ টেডি শেরিংহ্যাম ৷ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এদিন আগাগোড়া নিজের গোলরক্ষককেই ‘ডিফেন্ড’ করে গেলেন তিনি ৷
এটিকে কোচের সাফ কথা গোলগুলি খাওয়ার পিছনে ভুল শুধু একা দেবজিতের নয়, সবারই ৷ শেরিংহ্যাম বলেন, ‘‘ ম্যাচ হারার পিছনে সব দোষগুলি একা দেবজিতের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয়  ৷ প্রথম গোল খাওয়াটা ওর দোষ ছিল ৷ কিন্তু দ্বিতীয় গোলের সময় দলের ডিফেন্ডারদের বলটা ক্লিয়ার করা উচিৎ ছিল ৷ এর পাশাপাশি তৃতীয় ও চতুর্থ গোলটা ডিফ্লেকশনে হয় ৷ তাতে দেবজিতের কিছু করার ছিল না ৷ ’’
advertisement
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপিন সিংয়ের দুর্দান্ত ফ্রি-কিকে সমতায় ফেরে এটিকে ৷ কিন্তু এরপর ম্যাচে আক্রমণের তেজ আরও বাড়ানোর বদলে কেমন যেন নিস্তেজ হয়ে পড়েন এটিকে-র ফুটবলাররা ৷কোচ শেরিংহ্যামের মতে, ‘‘সমতায় ফেরার পর দল ঘুমিয়ে পড়েছিল। ওরা সুযোগগুলোকে কাজে লাগিয়েছে আমরা যেটা পারিনি।আমাদের ভুলগুলোর সুযোগ নিয়ে ওরা একের পর এক গোল করলেও আমরা সেই কাজে ব্যর্থ ৷৪-১ গোলে ম্যাচ হারলেও আমরা কিন্তু লড়াই করেছি ৷ অসাধারণ ফ্রি-কিকে গোল করার পর দ্বিতীয় গোল হজম করে চাপে পড়ে যাই আমরা ৷ ’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ বিপিনের গোলে সমতায় ফেরার পর দল ঘুমিয়ে পড়েছিল ’’: শেরিংহ্যাম
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement