SAFF Champion India : মেসিকে স্পর্শ সুনীলের, নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

Last Updated:

Sunil Chhetri scores and equals with Lionel Messi as India beat Nepal to win SAFF championship. ৪৮ মিনিটে প্রীতম কোটাল ক্রস করলে হেডে নেপালের গোলরক্ষক কিরণ কুমারকে পরাস্ত করেন ভারত অধিনায়ক সুনীল। এই গোলের সুবাদে তিনি স্পর্শ করে ফেললেন লিওনেল মেসিকে (৮০ গোল)

নেপালের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের
নেপালের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের
ভারত - ৩
( সুনীল, সুরেশ, সাহাল)
নেপাল - ০
advertisement
#মেল: কথায় বলে সকালের শুরু থেকে নাকি বোঝা যায় দিনটা কেমন যাবে। কিন্তু এ কথা সব সময় সত্যি এমনটা নয়। চলতি সাফ কাপে ভারতের শুরুটা ভাল হয়নি মোটেই। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র। তারপর নেপালের বিরুদ্ধে লড়াই করে জয়। মালদ্বীপের বিরুদ্ধে ৩-১ জয় প্রথমবার সেরা ছন্দে কমব্যাক করে ভারত। জোড়া গোল করেছিলেন সুনীল ছেত্রী এবং মনবীর সিং। আজ শনিবার আবার সেই সুনীল ছেত্রীর গোলেই লিড নেয় ভারত। ৪৮ মিনিটে প্রীতম কোটাল ক্রস করলে হেডে নেপালের গোলরক্ষক কিরণ কুমারকে পরাস্ত করেন ভারত অধিনায়ক।
advertisement
এই গোলের সুবাদে তিনি স্পর্শ করে ফেললেন লিওনেল মেসিকে (৮০ গোল)। দু মিনিটের ভেতর দ্বিতীয় গোল। এবার ইয়াসিরের পাস থেকে জোরালো শটে গোল করেন সুরেশ। এই দুটো গোলের পরেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের জয়। ম্যাচের প্রথমার্ধে গোল করতে না পারলেও শুরু থেকেই ছিল ভারতের দাপট। অনিরুদ্ধ থাপা এবং সুনীল সুযোগ না হারালে প্রথমার্ধেই গোল পেয়ে যেত ভারত।
advertisement
গত ম্যাচে লাল কার্ড দেখার কারণে এদিন ছিলেন না শুভাশিস। তার অভাব বুঝতে দেননি সানা সিং এবং মন্দার দেশাই। ভারতের মিডফিল্ড অঞ্চলে অপুইয়া দুর্দান্ত ফুটবল খেলেন। দুটো উইং থেকে মনবীর এবং মন্দার টানা আক্রমণ করে যান। দুটি গোল খেয়ে পিছিয়ে পড়েও নেপাল কিন্তু লড়াই ছাড়েনি। কিন্তু এদিন সবদিক থেকেই ভারত সুযোগ দেয়নি নিজেদের পড়শি দেশকে। সেই ২০১৫ সালের পর আবার সাফ চ্যাম্পিয়ন ভারত।
advertisement
সেবার নিজেদের ঘরের মাঠে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল ছেত্রীর দল। একটি গোল করেছিলেন সুনীল, অপরটি জেজে। আজও গোল করলেন সুনীল। তিনি যে এখনও ভারতীয় ফুটবলের হ্যামিলিনের বাঁশিওয়ালা সেটা যেন রোজ প্রমাণ করে চলেছেন।
ম্যাচের একেবারে শেষদিকে তিন নম্বর গোল করে নেপালের সব আশা শেষ করে দেন পরিবর্ত হিসেবে নামা সাহাল আব্দুল সামাদ। কথায় বলে ভাগ্য সাহসীদের সহায় হয়। এই কথাটা ভারতীয় ফুটবল দলের জন্য একেবারে প্রযোজ্য। ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হলেন সুনীল ছেত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
SAFF Champion India : মেসিকে স্পর্শ সুনীলের, নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement