হোম /খবর /ফুটবল /
গোল করলেন, করালেন সুনীল, ফিরতি ম্যাচে নেপালকে হারাল ভারত

India vs Nepal: গোল করলেন, করালেন সুনীল, ফিরতি ম্যাচে নেপালকে হারাল ভারত

India vs Nepal Friendly Match: দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে নেপালকে হারাল ভারতীয় ফুটবল দল।

  • Last Updated :
  • Share this:

#কাঠমাণ্ডু:

ভারতীয় ফুটবল দলের কাছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নেপাল। কিন্তু সেই নেপালের বিরুদ্ধেই প্রথম ম্যাচে ড্র করেছিলেন ভারতীয় ফুটবল দল। ১-১ শেষ হয়েছিল সেই ম্যাচ। ফিরতি ম্যাচে অবশ্য নেপালকে হারালেন সুনীল ছেত্রীরা (Indian Football Team)। রবিবার ফিরতি ফ্রেন্ডলি ম্যাচে ২-১ গোলে নেপালকে হারাল ভারতীয় দল। ফারুখ চৌধুরী ও সুনীল ছেত্রী গোল করলেন। নেপালের হয়ে গোল তেজ তামাংয়ের। ইগর স্টিম্যাচের ছেলেরা এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন। প্রথম ১০ মিনিটের মাথাতেই গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন সুনীল ছেত্রীরা।

১৩ মিনিটের মাথায় ভারতীয় গোলরক্ষক অমরিন্দর সিংয়ের ভুলে গোল করতে পারত নেপাল। তাড়াহুড়োয় গোলকিক নিতে গিয়ে ভুল করে বসেন অমরিন্দর। নেপালের ফুটবলার তামাংয়ের পায়ে বল চলে যায়। তবে তাঁর দূরপাল্লার শট লক্ষ্য়ভ্রষ্ট হয়। এর পর ২৪ মিনিটে গোল করার মতো পরিস্থিতি তৈরি করেন ভারতীয় ফুটবলাররা। কিন্তু গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলতে থাকেন ভারতীয় ফুটবলাররা। ফলে ৬২ মিনিটে গোল পায় ভারত। বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস থেকে বল পান সুনীল ছেত্রী। ফাঁকায় দাঁড়ানে ফারুখকে বল বাড়িয়ে দেন তিনি। গোল করেন ফারুখ।

এর পর ৮০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সুনীল ছেত্রী। এর পর নেপালের তেজ তামাং একটি গোল শোধ করেন। তিনি আরও একটি গোল শোধ করতে পারতেন। নেপাল শেষের কয়েক মিনিট মরিয়া চেষ্টা করেছিল। তবে ভারতীয় রক্ষণ নেপালের সব আক্রমণ রুখে দেয়।

Published by:Suman Majumder
First published:

Tags: Indian Football Team, Nepal