Firing In Football Match In Alabama: বড় খবর, ফুটবল ম্যাচের মাঝেই এলোপাথাড়ি গুলি! মাটিতে শুয়ে প্রাণে বাঁচলেন ফুটবলাররা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Firing In Football Match In Alabama: এর আগেও এই স্টেডিয়ামে আততায়ী ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল।
#নয়াদিল্লি: ফুটবল ম্যাচের মাঝেই নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটল। ঘটনায় চারজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে। সেখানে এক অজ্ঞাত হামলাকারী একটি ফুটবল স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন এলোপাথাড়ি গুলি চালায়। আলাবামার মোবাইল শহরের লাড পিবলস স্টেডিয়ামে দুটি উচ্চ বিদ্যালয় দলের মধ্যে একটি ফুটবল ম্যাচ খেলা হচ্ছিল। সেই ম্য়াচ দেখার জন্য বহু দর্শক এসেছিলেন স্টেডিয়ামে। আচমকা এক অজ্ঞাতপরিচয় আততায়ী গুলি চালাতে শুরু করে।
A shooting at an Alabama high school football game on Friday night wounded four people, including one person who is facing a life-threatening injury from the attack. pic.twitter.com/uuYIWCaNvi
— bpchillers (@bpchillers) October 17, 2021
advertisement
ম্যাচের প্রায় শেষলগ্নে সেই আততায়ী এলাপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় মাঠের দর্শক ও ফুটবলাররা হকচকিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই গুলি ছুড়তে শুরু করে সেই আততায়ী। দর্শকদের মাঝে মিশে থাকা সেই আক্রমণকারী গুলি চালাতে শুরু করে চারপাশে। স্টেডিয়ামে বিশৃঙ্খলা তৈরি হয়। গুলির শব্দ শুনে খেলোয়াড়রাও প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে। কয়েকজন ফুটবলার আবার জীবন বাঁচাতে মাটিতে শুয়ে পড়েন।
advertisement
আরও পড়ুন- বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করবে আফগানিস্তান, বললেন অধিনায়ক নবি
এই হামলার পিছনে অনেকের হাত রয়েছে বলে জানাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে একজন গুলি চালিয়েছে। তবে এই ঘটনার পিছনে একাধিক ব্যক্তি জড়িত ছিল। এই স্টেডিয়ামে এমন ধরনের ঘটনা এই প্রথম নয়। ২০১৯ সালেও এই স্টেডিয়াম এমন যন্ত্রণা ভোগ করেছে। সেই সময় ৯ জন গুরুতর আহত হয়েছিলেন। এর পরই একটি ১৭ বছর বয়সী ছেলে আত্মসমর্পণ করেছিল পুলিশের কাছে। এবারও প্রায় একইরকম ঘটনা ঘটল সেই স্টেডিয়ােম। আর তাই এবার সেই স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2021 6:30 PM IST