পোলিশদের জঘন্য ডিফেন্সের সুযোগ নিয়ে দুরন্ত জয় সেনেগালের

Photo Courtesy: AP

Photo Courtesy: AP

পোল্যান্ড : ১ ( গ্রেগরজ ক্রিচোউইয়াক-৮৬’), সেনেগাল: ২ ( থিয়াগো সিওনেক-৩৭’, নিয়াং-৬০’)

  • Last Updated :
  • Share this:

    পোল্যান্ড : ১ ( গ্রেগরজ ক্রিচোউইয়াক-৮৬’), সেনেগাল: ২ ( থিয়াগো সিওনেক-৩৭’- (আত্মঘাতী), নিয়াং-৬০’)

    #ওক্রিতি: সেনেগাল মানেই যেন চমক ৷ ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল আফ্রিকান সিংহরা ৷ ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে এসেই ফের চমক সেনেগালের ৷ এবার তাদের শিকার পোল্যান্ড ৷ মঙ্গলবার ওক্রিতি এরিনায় ১-২ গোলে জিতে রাশিয়া বিশ্বকাপে দারুণ শুরু আফ্রিকার দলটির ৷ 

    মঙ্গলবার কলম্বিয়াকে হারিয়ে এশিয়ার মান রেখেছে জাপান ৷ আফ্রিকারও মুখরক্ষা করল সেনেগাল ৷ বিপক্ষের দুর্বল রক্ষণ এবং ছন্নছাড়া ফুটবলের সুযোগ নিয়ে সহজেই ম্যাচ জিততে সফল তারা ৷ ম্যাচে প্রথমার্ধের ৩৭ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন পোল্যান্ডের থিয়াগো সিওনেক ৷ এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই গোল পেয়ে যান সেনেগালের নিয়াং ৷ দু’-দুটো গোল হজম করে স্বভাবতই চাপে পড়ে যায় পোলিশরা ৷ ম্যাচের শেষভাগে ৮৬ মিনিটে ক্রিচোউইয়াক দলের হয়ে ব্যবধান কমালেও তাতে বিশেষ লাভ হয়নি ৷ ম্যাচ শেষপর্যন্ত ১-২ গোলে জেতে সেনেগাল ৷

    tag_reuters.com,2018_newsml_RC1413AA9CD0_1210897894_768x432

    ১৬ বছর আগে খেলতে এসেই হইচই ফেলে দিয়েছিল সেনেগাল। ১৬ বছর পর ফের তারা বিশ্বকাপ খেলছে ৷ এদিন নিজেদের প্রথম ম্যাচ জিতেই চমকে দিল সেনেগাল ৷

    First published:

    Tags: 2018 FIFA World Cup, FIFA 2018, Poland, Senegal