ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপে গোলের নায়ক, মাত্র ৪২ বছরেই প্রয়াত সেনেগালের পাপা বউবা দিওপ

Last Updated:

জাপান-কোরিয়া বিশ্বকাপের প্রথম গোলদাতা ছিলেন দিওপ৷ সেবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল সেনেগাল৷

#সেনেগাল: ২০০২ বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল সেনেগাল৷ যাঁর পা থেকে সেই গোল এসেছিল, সেই পাপা বউবা দিওপ প্রয়াত৷ মাত্র ৪২ বছর বয়সেই চলে গেলে সেনেগালের ফুটবল তারকা৷ দীর্ঘ দিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি৷ কয়েকদিন আগে ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার প্রয়াণের পর ফুটবলপ্রেমীদের জন্য আরও এক মন খারাপ করে দেওয়া খবর এল সেনেগাল থেকে৷
জাপান-কোরিয়া বিশ্বকাপের প্রথম গোলদাতা ছিলেন দিওপ৷ সেবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল সেনেগাল৷ গোটা ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছিলেন দিওপ এবং তাঁর সতীর্থরা৷ সেবছরই আফ্রিকান নেশনস কাপের ফাইনালে টাইব্রেকারে ক্যামেরুনের কাছে হার স্বীকার করতে হয় সেনেগালকে৷ সেই দলেরও সদস্য ছিলেন পাপা বউবা দিওপ৷
advertisement
advertisement
শোকবার্তায় ফিফা ট্যুইটারে লিখেছে, 'সেনেগালের ফুটবল কিংবদন্তি পাপা বউবা দিওপের মৃত্যু সংবাদে ফিফা শোকাহত৷ একদা বিশ্বকাপের নায়ক চিরকাল নায়কের মর্যাদাই পাবেন৷' মাত্র ২১ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয় দিওপের৷ এর পর সেনেগালের হয়ে ৬০টি ম্যাচে খেলেন তিনি৷ আফ্রিকান দলটির মাঝমাঠের স্তম্ভ ছিলেন পাপা৷ কিন্তু ক্লাব এবং জাতীয় দলের হয়ে তাঁর অসাধারণ গোলগুলি ফুটবলপ্রেমীদের মণিকোঠায় চিরদিন থেকে যাবে৷ ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সেনেগালের হয়ে খেলেছেন দীর্ঘদেহী এই ফুটবলার৷ পাশাপাশি ফরাসি ক্লাব লেন্স, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, বার্মিংহাম সিটি-র মতো ক্লাবের হয়েও খেলেছেন দিওপ৷
advertisement
পাপা বউবার দিওপকে স্মরণ করে লিভারপুল স্ট্রাইকার এবং সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে ট্যুইটারে লিখেছেন, 'তোমার চির বিদায়ের খবরে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে৷ কিন্তু তুমি আমাদেরকে বিদায় জানালেও চিরকাল তুমি আমাদের হৃদয়েই থেকে যাবে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপে গোলের নায়ক, মাত্র ৪২ বছরেই প্রয়াত সেনেগালের পাপা বউবা দিওপ
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement