প্রতীক্ষার অবসান ! ৮ অক্টোবর খেলা শুরু ভারতে l প্রথম ম‍্যাচে মাঠে ভবানীপুর

Last Updated:

২৫ সেপ্টেম্বরের মধ্যে আই লিগ দ্বিতীয় ডিভিশনে অংশগ্রহণকারী পাঁচটি দলকে কলকাতায় চলে আসার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

#কলকাতা : কোভিড পরবর্তী জমানায় বল গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল ভারতীয় ফুটবলে। ৮ অক্টোবর কলকাতার যুবভারতীতে ভবানীপুর এফসি ও বেঙ্গালুরু ইউনাইটেডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় ডিভিশন আই লিগ। ওই ম্যাচ দিয়েই দেশে ফের শুরু হচ্ছে খেলা-ধুলোর আসর।
পাঁচ দলের টুর্ণামেন্টে প্রথম দিনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন কলকাতার অন্য দল মহামেডান স্পোর্টিং। সাদা-কালোর প্রতিপক্ষ গারওয়াল এফসি। পাঁচ দলের রাউন্ড-রবিন লিগের ম্যাচ চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের শেষ দিন দুপুর দুটোয় বেঙ্গালুরু ইউনাইটেড মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিংয়ের। একই দিনে একই সময়ে কলকাতার ভবানীপুর এফসির প্রতিপক্ষ আরা এফসি।
২৫ সেপ্টেম্বরের মধ্যে আই লিগ দ্বিতীয় ডিভিশনে অংশগ্রহণকারী পাঁচটি দলকে কলকাতায় চলে আসার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ২৫ সেপ্টেম্বর থেকে শহরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে টুর্নামেন্টের প্রস্তুতি নেবে অংশগ্রহণকারী পাঁচটি ক্লাব। দু'সপ্তাহ জৈব সুরক্ষা বলয়ের মধ‍্যে থাকার পর তবেই মাঠে নামবে প্রতিটি দল।
advertisement
advertisement
আই লিগের দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন দল চলতি মরশুমে সরাসরি আই লিগের খেলার ছাড়পত্র পাবে। শক্তিশালী দল গড়ে এবার দ্বিতীয় ডিভিশনে ভালো জায়গায় রয়েছে শঙ্করলাল চক্রবর্তীর কোচিংয়ে থাকা ভবানীপুর এফসি ও দীপেন্দু বিশ্বাসের মহামেডান স্পোর্টিং।
প্রসঙ্গত এই মরশুমে আইএসএল শুরু হবে নভেম্বরের শেষ সপ্তাহে। তার আগেই আই লিগ দ্বিতীয় ডিভিশন ফেডারেশন কর্তাদের কাছে এক রকম অ্যাসিড টেস্ট। পাঁচ দলের এই টুর্নামেন্টেই সব পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চান ফেডারেশন কর্তারা। টুর্নামেন্টের শেষ দিন কলকাতায় উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারা। ওই সময়ের মধ্যেই মোহনবাগানকে গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়নশীপ ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা করে রেখেছেন কুশল দাস, সুব্রত দত্ত, সুনন্দ ধররা।
advertisement
PARADIP GHOSH
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রতীক্ষার অবসান ! ৮ অক্টোবর খেলা শুরু ভারতে l প্রথম ম‍্যাচে মাঠে ভবানীপুর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement