East Bengal Bright return : জানুয়ারিতে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন ফ্যান ফেভারিট ব্রাইট

Last Updated:

Sc East Bengal targets fan favourite Bright Enobakhare. ইংল্যান্ডের কভেন্ট্রি সিটিতে আছেন ব্রাইট। চুক্তি ২০২৩ পর্যন্ত। তাই ইস্টবেঙ্গলে লোন ডিল ছাড়া তাকে আনা সম্ভব নয়

রবি ফাওলারের পরিবর্তে এই মরসুমে স্পেনের ম্যানুয়েল (মানলো) দিয়াসের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন লাল-হলুদ কর্তারা। সূত্রের খবর, রিয়াল মাদ্রিদ যুব দলের প্রাক্তন এই কোচ আক্রমণভাগের শক্তি বাড়াতে ইতিমধ্যেই গত মরসুমে লা লিগায় খেলা কয়েক জন ফুটবলারের সঙ্গে কথাবার্তা বলছেন। দু’-এক দিনের মধ্যেই মানলো তাঁর পছন্দের ফুটবলারের নাম জানিয়ে দেবেন ক্লাব কর্তাদের। আক্রমণভাগের পাশাপাশি এই মরসুমে রক্ষণের শক্তি বাড়াতেও মরিয়া এসসি ইস্টবেঙ্গল।
advertisement
চব্বিশ ঘণ্টা আগেই অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলা যোগ দিয়েছেন লাল-হলুদে। বুধবার সই করলেন ফ্র্যানিয়ো পর্চে। ২৫ বছর বয়সি এই ডিফেন্ডার ক্রোয়েশিয়ার যুব দলে খেলেছেন। ঠান্ডা মাথার ডিফেন্ডার বলে পরিচিত। দল গড়ার ধরণ দেখেই বোঝা যাচ্ছে ডিফেন্স শক্ত রেখে খেলার চেষ্টা করবে ইস্টবেঙ্গল। গতবার ড্যানি ফক্সকে নিয়ে ভুগতে হয়েছিল। ইংলিশ ফুটবলার অর্ধেক সময় চোটের কারণে ভুগেছিলেন।
advertisement
advertisement
যা খবর পাওয়া যাচ্ছে তাতে ইস্টবেঙ্গল সম্ভবত পাঁচজন বিদেশিকে আপাতত রেজিস্টার করাতে পারে। কারণ জানুয়ারি ট্রানস্ফার উইন্ডো খুলে গেলে তাঁরা গত মরশুমে খেলে যাওয়া ব্রাইট এনোবাখারেকে নিয়ে আসার চেষ্টা করবে। এই মুহূর্তে
advertisement
ইংল্যান্ডের কভেন্ট্রি সিটিতে আছেন তিনি। চুক্তি ২০২৩ পর্যন্ত। তাই লোন ডিল ছাড়া তাকে আনা সম্ভব নয়। সেক্ষেত্রে জানুয়ারি ট্রানস্ফার ছাড়া উপায় নেই। গত বার ইস্টবেঙ্গল সমর্থকদের হতাশ করলেও, এই নাইজেরীয় ফুটবলার দুর্ধর্ষ খেলা উপহার দিয়েছিলেন। টুর্নামেন্টের সেরা গোল এসেছিল তার পা থেকেই। তাই ষষ্ঠ বিদেশি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে লাল হলুদ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal Bright return : জানুয়ারিতে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন ফ্যান ফেভারিট ব্রাইট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement