Darren Sidoel signs for SC East Bengal: এসসি ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি সিডোয়েল, লাল হলুদে এবার ডাচ ফুটবলের ছোঁয়া

Last Updated:

আয়াক্সের ইয়ুথ সিস্টেম থেকে উঠে এসেছেন সিডোয়েল৷ ২০১৭-১৮ মরশুমেও আয়াক্সের রিজার্ভ দলের হয়ে খেলেছেন সিডোয়েল (Darren Sidoel signs for SC East Bengal)৷

ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ড্যারেন সিডোয়েল৷
ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ড্যারেন সিডোয়েল৷
#কলকাতা: কারা হবেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশী? তাই নিয়ে তুমুল আগ্রহ ছিল লাল হলুদ ভক্তদের৷ গত কয়েকদিন ধরেই পর পর চার বিদেশিকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল শিবির৷ এবার পঞ্চম বিদেশি হিসেবে নেদারল্যান্ডসের ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলকে (Darren Sidoel signs for SC East Bengal) সই করালো এসসি ইস্টবেঙ্গল৷ তেইশ বছর বয়সি সিডোয়েল ইস্টবেঙ্গলের (SC East Bengal)নতুন কোচ ম্যানুয়েল ডিয়াজের (Manuel Manolo Diaz) চেনা ফুটবলার৷ স্পেনের ক্লাব হারকিউলিস এফসি-তে গত মরশুমে ডিয়াজের অধীনেই খেলেছেন সিডোয়েল৷
এর আগে স্লোভানিয়ার মিডফিল্ডার আমির ডারসেভিচ, অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা, ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাক ফ্রাঞ্জো পার্সে এবং নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকোউকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল৷ সিডোয়েলকে সই করিয়ে নিজের দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করে নিলেন ডিয়াজ৷
advertisement
advertisement
গত বছর আইএসএল (ISL) লাল হলুদ জার্সি পরা পিলকিংটন, মাঘোমা, ফক্সদের বয়স ছিল তুলনামূলক ভাবে বেশি৷ সেই তুলনায় এ বার ইস্টবেঙ্গলে সই করা বিদেশিদের বয়স অনেকাটই কম৷ দলের দেশীয় খেলোয়াড়রদের মধ্যেও প্রচুর নবীন মুখ৷ ফলে তারুণ্যের উপরে ভর করেই এ বারের আইএসএলে (ISL 2021-22) কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে এসসি ইস্টবেঙ্গল৷
advertisement
আয়াক্সের ইয়ুথ সিস্টেম থেকে উঠে এসেছেন সিডোয়েল৷ ২০১৭-১৮ মরশুমেও আয়াক্সের রিজার্ভ দলের হয়ে খেলেছেন সিডোয়েল৷  স্পেনের দ্বিতীয় ডিভিশন ক্লাব করডোবি সিএফ-এর থেকে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন সিডোয়েল৷ গত মরশুমে করডোবি থেকে লোনে হারকিউলিসে যোগ দিয়েছিলেন তিনি৷
নতুন দলে সই করে ডাচ ফুটবলার সিডল বলেছেন, 'ইউরোপের বেশ কয়েকটি দেশে খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি৷ এসসি ইস্টবেঙ্গল আমার কাছে নতুন সুযোগ নিয়ে হাজির হয়েছি৷ আশা করি, আইএসএল-এ খেলে আমি নিজেকে আরও উন্নত করতে পারব৷' ইস্টবেঙ্গলের নতুন বিদেশি আরও বলেছেন, 'আমি ম্যানুয়েলের অধীনে অতীতেও খেলেছি এবং ওঁর সঙ্গে ফের সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি৷ আমাদের মধ্যে ভাল বোঝাপড়াও রয়েছে৷ আশা করি এটা আমায় সাহায্য করবে৷'
advertisement
চেনা ছাত্রকে নতুন দলে পেয়ে খুশি এসসি ইস্টবেঙ্গলের কোচ ডিয়াজও৷ তিনি বলেছেন, 'সিডোয়েলকে নিয়ে ফের পরিকল্পনা তৈরির সুযোগ পেয়ে আমি খুশি৷ ওর বয়স কম এবং খুবই পরিশ্রমী৷ সিডোয়েল গোটা মাঠ জুড়ে খেলতে পারে এবং একজন ইউটিলিটি ফুটবলার৷ আমার সঙ্গে সিডোয়েলের কথা হয়েছে এবং ও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে৷'
বাংলা খবর/ খবর/খেলা/
Darren Sidoel signs for SC East Bengal: এসসি ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি সিডোয়েল, লাল হলুদে এবার ডাচ ফুটবলের ছোঁয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement