টিকিট ‘সোল্ড আউট’ হলেও পুরো ভরল না যুবভারতী

Last Updated:

টিকিট পাওয়া নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল আইএফএ সদস্যদের মধ্যেও ৷

#কলকাতা: যুবভারতীতে রবিবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট নিয়ে হাহাকার কিছু কম ছিল না ৷ মাঠের বক্স অফিসগুলিতে গত কয়েকদিন ধরেই ছিল বিশাল লাইন ৷ অনলাইনে সব টিকিটই সোল্ড আউট ৷ তা সত্ত্বেও রবিবার পুরো মাঠ ভরে নি ৷ ৬৬ হাজার ৬৮৭ জনের বদলে মাঠে খেলা দেখতে এলেন ৪৬ হাজারের কিছু বেশি মানুষ ৷
টিকিট পাওয়া নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল আইএফএ সদস্যদের মধ্যেও ৷ পরে অবশ্য সেই সমস্যার সমাধান করা হয় ৷টিকিট পেয়েও অনেকেই রবিবার খেলা দেখতে আসেননি বলে জানিয়েছেন সংগঠকরা ৷ বিভিন্ন সরকারি দফতরে টিকিট দেওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্যও ৫ হাজার টিকিটের ব্যবস্থা ছিল ৷  কিন্তু এত কিছু করেও মাঠ ভরল না কেন ? টুর্নামেন্টের প্রজেক্ট ডিরেক্টর জয় ভট্টাচার্যও এবিষয়ে হতাশা গোপন করেননি সোশ্যাল মিডিয়ায় ৷ ‘‘ পুলিশ , কাস্টমস এবং অন্যান্য বিভিন্ন সংস্থাকে আমার একটাই অনুরোধ, ম্যাচের টিকিট আপনারা নিন ৷ কিন্তু সেই টিকিটগুলো ব্যবহার করুন ৷ খুব খারাপ লাগে যে ম্যাচের সব টিকিট ছাড়া হলেও সেগুলি শেষপর্যন্ত ব্যবহার করা হয় না ৷অনেকে খেলা দেখতে চেয়েও এর জন্য বঞ্চিত হলেন ৷ যা অত্যন্ত দুঃখজনক ৷ ’’
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
টিকিট ‘সোল্ড আউট’ হলেও পুরো ভরল না যুবভারতী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement