#সেন্ট পিটার্সবার্গ: পাঁচ গোল দিয়ে বিশ্বকাপ শুরু। ঘরের মাঠে স্বপ্নের অভিযান। দ্বিতীয় ম্যাচে মিশরের বিরুদ্ধে এই মেজাজটা ধরে রাখতে চাইছেন রুশরা। সালাহ কি রাশিয়ার বিরুদ্ধে খেলবেন শুরু থেকেই ? মিলিয়ন ডলার প্রশ্নের উত্তর এখনও অজানা।
প্রথম ম্যাচের আগে কোচ হেক্টর কুপার বড় মুখ করে বলেছিলেন সালাহ ফিট। অথচ ম্যাচে রিজার্ভ বেঞ্চেই কাটে মিশরের এই ফরোয়ার্ডের। মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে কার্যত মরণবাঁচন ম্যাচ মিশরের। টিম ম্যানেজমেন্ট সালাহ নিয়ে কুলুপ আঁটলেও এজেন্টের দাবি, চোট সারিয়ে মাঠে নামবেন লিভারপুলের তারকা।
প্রধান তারকা নিয়ে এমন ধোঁয়াশায় দলের প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটেছে। উরুগুয়ে ম্যাচে স্পষ্ট টিমটায় গোল করার লোকের অভাব। তবে গোলকিপার মহম্মদ আল শেনওয়ের ফর্ম স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
প্রধান তারকাকে নিয়ে মিশর শিবিরে বিভ্রান্তি। এই সুযোগটাই নিতে চাইছে রাশিয়া। প্রথম ম্যাচের আগে রুশ সমর্থকরা সেভাবে জাতীয় দলকে নিয়ে তাতেননি। কিন্তু পাঁচ গোল হওয়ার পর তারাই এখন মাঠমুখী।This fan forgot about Salah's shoulder injury! pic.twitter.com/jTFyLw5PPk
— golazolive (@golaz0live) June 10, 2018
আন্ডারডগ হিসাবে শুরু করার আচমকা সমর্থকদের প্রত্যাশার চাপ চিন্তা রুশদের। প্রথম ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্টের বাইরে নির্ভরযোগ্য মিডফিল্ডার জাগভ। সৌদির বিরুদ্ধে চারজন গোল পাওয়ায় কোচ চেরসভের গোল করার লোকের অভাব নেই। গোলপার্থক্যেও ‘এ’ গ্রুপে রাশিয়া ভাল জায়গায় ৷ পাঁচ গোল আশা জাগিয়েছে। এবার ভরসা দেওয়ার পালা। সেন্ট পিটার্সবার্গে ফের চমকের অপেক্ষায় রুশ সমর্থকরা। বিশ্বকাপে টিকে থাকতে গেলে মিশরকে নিজেদের ছাপিয়ে যেতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Egypt, FIFA 2018, Mohamed Salah, Preview, Russia