SAFF Cup India vs Sri Lanka : বাংলাদেশের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও ড্র সুনীলের ভারতের

Last Updated:

SAFF Cup Sunil Chhetri led Indian football team held on to a goalless draw against Sri Lanka in Maldieves.পাঁচ দলের এই টুর্নামেন্টে ফাইনাল খেলার পথ প্রশস্ত করতে হলে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হত গুরপ্রীতদের

শ্রীলঙ্কার রক্ষণে এভাবেই আটকে গেল ভারত
শ্রীলঙ্কার রক্ষণে এভাবেই আটকে গেল ভারত
ভারত - ০
শ্রীলঙ্কা -০
#মেল: প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে আটকে যেতে হয়েছিল। গোল করে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছিল ভারতীয় দলকে। দশ জনের বাংলাদেশের কাছে সেদিন নৈতিক হার হয়েছিল সুনীলদের। আজ, বৃহস্পতিবার দ্বিতীয় পরীক্ষা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। বিকেলে অনুশীলন থাকলে কোচ ইগর স্তিমাচ সকালে ফুটবলারদের ইচ্ছেমতো সময় কাটানোর সুযোগ দেন। মলদ্বীপে পৌঁছনোর পর থেকে প্রাতরাশের পরে কখনও ফুটবলারেরা টেবল টেনিস খেলেছেন। কখনও আবার মনোরম সমুদ্র সৈকতে গল্পে মেতে থাকতেন।
advertisement
বুধবার তার ব্যতিক্রম হয়েছিল। সকালে সমুদ্র সৈকতের বালিতেই শারীরিক সক্ষমতা বাড়ানোর অনুশীলন করিয়েছিলেন জাতীয় কোচ। বিকেলে রাজধানী মালে-র মাঠে ঘণ্টাখানেক প্রস্তুতি সেরেছিলেন সুনীলরা। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম থেকে আক্রমণ করলেও পেনাল্টি বক্সের ভেতর কাজের কাজ করতে পারছিল না ভারতীয় দল। এদিন প্রীতম কোটাল, মনবীর সিং - কে প্রথম দলে রাখেননি ইগর স্টিম্যাচ। তাদের বদলে আনা হয়েছিল মন্দার রাও এবং সেরিটন ফার্নান্ডেজকে।
advertisement
advertisement
রাহুল ভেকে এবং শুভাশীষ বসুকে এদিন স্টপার করে দেওয়া হয়েছিল। মিডফিল্ডে গ্লেন, অনিরুদ্ধ প্রচুর পাস খেললেও ফরোয়ার্ডে সুনীল, লিস্টন, উদন্টদের ফাইনাল পাস বাড়ানোর লোকের অভাব দেখা যাচ্ছিল। প্রথমার্ধে একটাই সুযোগ তৈরি করতে পেরেছিল ভারত। উদন্টর ক্রস হেড করে ঠিক জায়গায় রাখতে পারেননি কোলাসো।দ্বিতীয়ার্ধের শুরুতে সুরেশকে তুলে নিয়ে ইয়াসির মহম্মদকে নামালেন ভারতীয় কোচ। একের পর এক আক্রমণ তৈরি করতে থাকল ভারত।
advertisement
অনিরুদ্ধ সহজ সুযোগ হারালেন ৬০ মিনিটে। অনিরুদ্ধকে তুলে আনা হল ফারুক চৌধুরীকে। গোল হচ্ছে না দেখে মাথা গরম করে হলুদ কার্ড দেখলেন ভারতীয় কোচ ইগর। নিয়ে আসা হল সহাল সামাদকে। শ্রীলঙ্কান ফুটবলাররা চোটের বাহানায় বারবার সময় নষ্ট করেছেন। কিন্তু তাতেও ভারতের গোল করতে না পারার ব্যর্থতাকে ঢেকে দেওয়া যায় না।
advertisement
ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে মনবীর নামলেন। শেষের দিকে শুভাশিস সহজ সুযোগ হারালেন। যে টুর্ণামেন্টে সবচেয়ে বেশিবার ( ৭ বার) চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে ভারতের, সেই টুর্ণামেন্টে এমন দুরবস্থা হবে ব্লু টাইগারদের সেটা ভাবা যায়নি। আট মিনিট অতিরিক্ত সময় দিয়েও গোল করতে পারল না ভারত।
প্রতিযোগিতার শুরুটা খারাপ হলে তা কাটিয়ে ওঠা কঠিন। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০৫ নম্বরে থাকা শ্রীলঙ্কা প্রথম দু’টি ম্যাচে বাংলাদেশ ও নেপালের কাছে হেরেছে। পাঁচ দলের এই টুর্নামেন্টে ফাইনাল খেলার পথ প্রশস্ত করতে হলে বৃহস্পতিবার জিততেই হত গুরপ্রীতদের। পরের দুটো ম্যাচ মালদ্বীপ এবং নেপালের বিরুদ্ধে। ওই দুটো জিততে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ভারত।
বাংলা খবর/ খবর/খেলা/
SAFF Cup India vs Sri Lanka : বাংলাদেশের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও ড্র সুনীলের ভারতের
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement