Kanchenjunga Stadium: কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সবুজ ঘাসে ফিরল ফুটবল, নজর কাড়লেন মহিলা রেফারি পিঙ্কি দাস
- Published by:Suman Majumder
Last Updated:
আবারও কাঞ্চনজঙ্ঘার গ্যালারিতে শোনা গেল সেই চেনা আওয়াজ " গোওওল..."!
#শিলিগুড়ি: কোভিড, লকডাউন কাটিয়ে অবশেষে কাঞ্চনজঙ্ঘার সবুজ ঘাসে ফিরল ফুটবল। অপেক্ষায় প্রহর গুনছিলেন শহরের ফুটবলপ্রেমীরা। কোভিডের জেরে গত বছর ফুটবল লিগ হয়নি। এবারেও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে ছিল ফুটবল। কিন্তু শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কর্তারা বৈঠকে বসে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত নেয়। সেইমতো দলবদল পর্বও হয়।
যাবতীয় উৎকণ্ঠা, কোভিড আতঙ্ক কাটিয়ে শুরু হল ফুটবল লিগ! কাঞ্চনজঙ্ঘার সবুজ ঘাসে আবারও মাতালেন ফুটবলাররা। স্বমহিমায় ফিরলো বাঙালির সেরা খেলা ফুটবল। আবারও কাঞ্চনজঙ্ঘার গ্যালারিতে শোনা গেল সেই চেনা আওয়াজ " গোওওল..."! আবারও বাজলো রেফারির বাঁশি। স্টেডিয়ামে চা, বাদাম ভাজার বিকিকিনি!
কোভিডের কোপে যা প্রায় ভুলতে বসেছিল ফুটবলপ্রেমীরা। শহর ফিরলো ফুটবলে! চেনা মেজাজে! প্রথম ডিভিশন ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রবীন্দ্র সংঘ একতরফা আধিপত্য রেখে দাদাভাই স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিল ৩-১ গোলের ব্যবধানে। গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেলল রবীন্দ্র সংঘের একঝাঁক জুনিয়র ফুটবলার।
advertisement
advertisement
আরও পড়ুন- বিরল প্রতিভা! একই বোলার বোলিং করল দুই হাতে, খেলতে গিয়ে ল্যাজে-গোবরে ব্যাটাররা
আর এবার বাড়তি পাওনা মহিলা রেফারি। লিগের প্রথম ম্যাচে শিলিগুড়ি ফুটবলপ্রেমীরা পেল বাড়তি উপহার মহিলা রেফারি! এদিনের প্রথম ডিভিশন ম্যাচে চতুর্থ রেফারির ভূমিকায় ছিলেন পিঙ্কি দাস। জলেশ্বরী বাজারের বাসিন্দা পিঙ্কি এদিন দক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করলেন। যা নজর কেড়েছে ফুটবল কর্তাদেরও।
advertisement
শিলিগুড়ির মেয়ে কনিকা বর্মনও ম্যাচ পরিচালনায় যথেষ্ট দক্ষতা দেখিয়ে আসছেন। শিলিগুড়ি, পাহাড়ী এলাকায় একাধীক বড় বড় ম্যাচ পরিচালনা করেছেন। কলকাতা লিগেও বাঁশি মুখে মাঠে নেমেছেন। কনিকার পর এবারে পিঙ্কি!
মহকুমা পরিষদের ফুটবল সচিব সৌরভ ভট্টাচার্য জানান, এবার দুটো ডিভিশনে হচ্ছে ফুটবল লিগ। তবে কোনো ওঠা-নামা থাকছে না। লিগকে আকর্ষণীয় করে তুলতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটে দলকে নিয়ে হবে নক-আউট। তারপরই চ্যাম্পিয়ন ও রানার্সের ফয়সালা হবে। থাকছে আকর্ষণীয় প্রাইজ মানি। এদিন উদ্বোধনী ম্যাচে রবীন্দ্র সঙ্ঘের হয়ে গোল করেন সঞ্জয় বাহাদুর, পারমান আনিসারি এবং দেবজিৎ রায়। ব্যবধান কমান দাদাভাইয়ের ধ্রুব বর্মন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2021 7:25 PM IST