ভূস্বর্গে বদল, প্রভাব ফেলেছে কাশ্মীরি ফুটবলারদের জীবনে
Last Updated:
Paradip Ghosh
#কলকাতা: সরকারি সিদ্ধান্তে কাশ্মীর থেকে প্রত্যাহার হয়েছে ৩৭০ ধারা। ভূস্বর্গ বদলে গেছে রহস্য রাজ্যে। কাশ্মীর মানে এখন অনেক প্রশ্ন, অপার রহস্য। অভিযোগ, ভূস্বর্গে অবাধ ঘোরাফেরাতে নিয়ন্ত্রণরেখার ঘেরাটোপ। এরইমধ্যে আই লিগ খেলতে কলকাতায় কাশ্মীরের ক্লাব রিয়াল কাশ্মীর। ফুটবল প্রসঙ্গে অনর্গল আড্ডার মাঝেও কাশ্মীর প্রসঙ্গে রাখঢাক কাশ্মীরী ফুটবলারদের।
চারপাশে এত কিছু ঘটছে যে ফুটবলে মনসংযোগ করাটাও কঠিন বলেই মনে করছেন খালিদ কুয়ামের মতো কাশ্মীরী ফুটবলাররা। এত কিছুর মধ্যে ফুটবলে মনসংযোগ করছেন কী করে ? প্রশ্নের মুখে আমতা আমতা করে কাশ্মীরের ভূমিপুত্রের জবাব, ‘‘ মনসংযোগে কোথাও কোথাও তো সমস্যা হচ্ছেই। তবে অস্থিরতার অধিকাংশ সময়টা বাইরে কাটিয়েছি বলেই হয়তো সবটা বুঝতে পারিনি। তবে পেশাদার ফুটবলার হিসেবে চেষ্টা করছি ফুটবলের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতে।’’
advertisement
advertisement
খালিদের উত্তরের মাঝেই যেন ভেঙে পড়ল আগলটা। বেরিয়ে পড়ল ভূস্বর্গের চাপা অস্বস্তিটা। বেফাঁস মন্তব্যে কেরিয়ারে ল্যান্ডস্লাইডের চাপা আশঙ্কা। তবু তারই মাঝে যেন আম কাশ্মীরীর মনের কথাটা উঠে এল খালিদের মুখে।
স্থানীয় কাশ্মীরী হিসেবে খালিদ যখন মনের কথা লুকোচ্ছেন না, তখন বিতর্কের আঁচ এড়িয়েই গেলেন রিয়াল কাশ্মীরের স্কটিশ কোচ ডেভিড রবার্টসন। তিন বছর ধরে শ্রীনগর-ই ঠিকানা স্কটিশ কোচের। এখন আর তখনের মধ্যে কোন পার্থক্য? বাউন্সার ডাক করার ধাঁচেই রবার্টসনের উত্তর, ‘ফুটবলের বাইরে অন্য কোন কিছুতে নজর দিইনি।’
advertisement
আই লিগের ক্রীড়াসূচিতে ১২ ডিসেম্বর শ্রীনগরের টিআরসি স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে রিয়াল কাশ্মীর। অন্যবার শ্রীনগরে ফুটবল মানেই উপচে পড়েছে স্টেডিয়াম। কেমন আছো কাশ্মীর ? ১২ ডিসেম্বর রিয়াল কাশ্মীরের হোম ম্যাচে টিআরসি স্টেডিয়ামের ছবিটাই বলে দেবে কাশ্মীরের রিয়েল ছবিটা। আপাতত তাই কয়েকটা দিনের অপেক্ষা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2019 8:59 PM IST