টিকিটের কালোবাজারি করতে গিয়ে যুবভারতীতে পুলিশের হাতে আটক ৩
Last Updated:
ম্যাচের দিনগুলিতে টিকিট নিয়ে কালোবাজারি রোখা যাচ্ছে না ৷
#কলকাতা: যুব বিশ্বকাপের ম্যাচগুলিতে মাঠ কোনওদিনই হয়তো পুরো ভরছে না ৷ কিন্তু ম্যাচের দিনগুলিতে টিকিট নিয়ে কালোবাজারি রোখা যাচ্ছে না ৷ অনেকেই রয়েছেন, যারা টিকিট পেয়েও মাঠে যাচ্ছেন না ৷ কিন্তু সেগুলি বেশি দাম দিয়ে বিক্রি করতে ভুলছেন না ৷ শনিবার অবশ্য কোনও দর্শক নয়, যুবভারতী ক্রীড়াঙ্গণের বাইরে থেকে টিকিটের কালোবাজারি করতে গিয়ে ধরা পড়ল তিন ফিফা নিযুক্ত স্বেচ্ছাসেবক ৷
টিকিটের কালোবাজারি বেশি চোখে পড়ছে প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে ৷ এদিন বিকেল পাঁচটায় যুবভারতীতে ম্যাচ ছিল জাপান বনাম নিউ ক্যালেডোনিয়ার ৷ এরপর রাত আটটা থেকে ছিল ইংল্যান্ড বনাম ইরাক ম্যাচ ৷ প্রথম ম্যাচ শুরুর আগেই অবশ্য যুবভারতীর তিন নম্বর গেটের সামনে থেকে টিকিটের কালোবাজারি করার অভিযোগে তিন ফিফা নিযুক্ত স্বেচ্ছাসেবককে গ্রেফতার করে পুলিশ ৷ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে টিকিটের কালোবাজারি ঠেকাতে বদ্ধপরিকর পুলিশ ৷ এই তিনজন ছাড়াও টিকিটে কালোবাজারির সঙ্গে আরও কেউ যুক্ত আছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2017 9:43 AM IST