#কলকাতা: মাত্র কয়েক মাস আগেকার ঘটনা৷ গত বছরের শেষ দিকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ফিরেছিল বিরাট কোহলির ভারত৷ সিরিজ চলার মাঝপথেই বাবার মৃত্যু সংবাদ পেয়েছিলেন মহম্মদ সিরাজ৷ কিন্তু তার পরেও দেশে ফেরেননি তিনি৷ দলকে সিরিজ জিতিয়ে দেশে ফিরে সোজা কবরস্থানে ছুটেছিলেন বাবাকে শ্রদ্ধা জানাতে৷
সোমবার দলের প্রতি দায়বদ্ধতার এমনই নজিরের সাক্ষী থাকল কলকাতা ময়দান৷ সৌজন্যে আকাশ মুখোপাধ্যায় নামে এক অখ্যাত ফুটবলার৷ বাবাকে হারানোর শোক বুকে চেপে বাইশ গজে বল হাতে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ সিরাজ৷ আর কলকাতা ফুটবল লিগে মাঠে নামার আগে বাবার মৃত্যুতেও পিছিয়ে আসেননি আকাশ৷ শুধু তাই নয়, খেলার মাঝে চোট পেয়ে মাথাও ফাটে আকাশের৷ আটটি সেলায় পড়ে মাথায়৷ তার পরেও মাঠে নামেন পিয়ারলেসের এই প্রতিশ্রুতিমান ফুটবলার৷ বাবাকে হারানো, মাথা ফাটার মানসিক ও শারীরিক যন্ত্রণা নিয়েই মাঠে ছিলেন আকাশ৷ দল জয় পাওয়ার পরই বাবাকে দাহ করতে শ্মশানে যান তিনি৷
আরও পড়ুন: রোনাল্ডোকে হিসেব করে ব্যবহার করতে চান ম্যান ইউ কোচ
খেলায় টালিগঞ্জ অগ্রগামীকে ৬-০ গোলে হারায় পিয়ারলেস৷ কিন্তু খেলার ফলকে ছাপিয়ে যায় আকাশের দায়বদ্ধতা৷ তার পর থেকেই কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে চর্চা পিয়ারলেসের এই বাঙালি ফুটবলারকে নিয়ে৷
এ দিন কলকাতা ফুটবল লিগের ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে টালিগঞ্জ অগ্রগামীর মুখোমুখি হয় পিয়ারলেস৷ কিন্তু খেলা শুরুর অনেক আগে সকাল আটটা নাগাদ মৃত্যু হয় আকাশের বাবার৷ ফলে এমন নয় যে মাঠে এসে বাবার মৃত্যুসংবাদ পান আকাশ৷ তার পরেও অবশ্য সময় মতো ইস্টবেঙ্গল মাঠে পৌঁছে যান পিয়ারলেসের নির্ভরযোগ্য এই ফুটবলার৷
বাবাকে হারানোর যন্ত্রণা বুকে চেপে একা কুম্ভ হয়ে দলের রক্ষণ সামলাতে থাকেন তিনি৷ খেলায় অবশ্য একতরফা দাপট ছিল পিয়ারলেসের৷ এক সময় ৬-০ গোলে এগিয়ে যায় তারা৷ তার পরই বিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে সংঘর্ষে মাথা ফাটে আকাশে৷ আটটি সেলাই পড়ে তাঁর মাথায়৷ তার পরেও মাঠে নামেন আকাশ৷ যদিও কোচ আর ঝুঁকি না নিয়ে তাঁকে তুলে নেন৷ আকাশ উঠে যাওয়ার পরই দু'টি গোল শোধ করে টালিগঞ্জ৷ মাঠ থেকে সোজা শ্মশানে যান আকাশ৷
আকাশের এই দায়বদ্ধতায় মুগ্ধ কলকাতার ফুটবল প্রেমীরা৷ অনেকেই বলেছেন খেলার প্রতি ভালবাসা আর দলের প্রতি দায়বদ্ধতা, দৃঢ় মনোভাব এবং সাহসের আর এক নাম আকাশ৷ দলের প্রতি ছেলের এই দায়বদ্ধতা এবং কলকাতা ফুটবল প্রেমীদের মনে আকাশের জায়গা করে নেওয়ার এই খবরে হয়তো সবথেকে বেশি খুশি হতেন তাঁর বাবা-ই৷ এ দিনের ম্যাচের প্রতিশ্রুতিমান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন আকাশ মুখোপাধ্যায়৷ আজকের দিনে তাঁকে ছাড়া এই পুরস্কার যে আর কারও হাতে মানায় না!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।