সেলেব্রিটি ক্লাসিকোয় মাহির দাপট ! মাঠে নেমে ছোট্ট জিভা কী করলেন ?

Last Updated:

শেষপর্যন্ত বিরাট কোহলির অল হার্টস একাদশই ম্যাচে শেষ হাসি হাসে ৷

#মুম্বই: ভারতে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চলছে ৷ কিন্তু তার মধ্যেও একটি ফুটবল ম্যাচ দেখার জন্য সবার মধ্যেই আগ্রহ ছিল তুঙ্গে ৷ সেটা হল সেলেব্রিটি ক্লাসিকো ৷
গত বছর ফিল্মস্টার এবং ক্রিকেটারদের মধ্যে এই প্রদর্শনী ম্যাচ ড্র হয়ে গিয়েছিল ৷ এবছর শুধু ফিল্মস্টার বা ক্রিকেটাররাই নন, অংশ নিয়েছিলেন হকি, টেনিসের মতো অন্যান্য খেলার তারকারাও ৷ শেষপর্যন্ত বিরাট কোহলির অল হার্টস একাদশই ম্যাচে শেষ হাসি হাসে ৷ অভিষেক বচ্চনের অল স্টারস দলকে ৭-৩ গোলে উড়িয়ে দেন তাঁরা ৷
advertisement
মাঠে দু’দলের বেশ কিছু ফুটবলারই খেলায় নজর কেড়েছেন, যাদের মধ্যে অন্যতম হল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ তিনি যে ভাল ফুটবল খেলেন, তা কারোরই অজানা নয় ৷ রবিবার মাঠে মাহির ফুটবল স্কিলের প্রদর্শনও ভালমতো উপভোগ করলেন দর্শকরা ৷ মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এদিন কিন্তু একটা মজার দৃশ্য দেখা গিয়েছে ৷ বাবাকে সাহায্য করতে মাঠে হঠাৎই ‘ড্রিঙ্কস’ নিয়ে হাজির হয় ছোট্ট জিভা ৷ সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ একটা জলের বোতল হাতে সাইডলাইনের বাইরে এদিন ঘুরে বেড়াতে দেখা গিয়েছে জিভাকে । বাবার দিকে জলের বোতলও বাড়িয়ে দেয় সে। পরে বিরাট এসে জিভার সঙ্গে কিছুটা সময় কাটান।
advertisement
advertisement
ম্যাচে দুটো গোল করলেন মাহি ৷ যার মধ্যে একটা দুর্দান্ত ফ্রি-কিকে গোলও রয়েছে ৷ খারাপ খেলেনি চিত্রতারকাদের অল স্টারস দলও ৷ তবে ওই দলে সবচেয়ে বেশি এদিন নজর কেড়েছেন অভিনেতা রণবীর কাপুর ৷ দুর্দান্ত একটি গোলও করেন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সেলেব্রিটি ক্লাসিকোয় মাহির দাপট ! মাঠে নেমে ছোট্ট জিভা কী করলেন ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement