রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলার আগে চাঙ্গা মোহনবাগান, নয়া বিদেশিতে খুশির হাওয়া সবুজমেরুন শিবিরে

Last Updated:

পাপা বাগানে কেমন খেললেন? বাগানের বাবা কেমন খেলুড়ে? জেনে নিন বিস্তারিত

Paradip Ghosh
#শ্রীনগর: প্রিমিয়ার শো দেখে উচ্ছ্বসিত ফুটবল মহল৷ তবে ময়দানের বক্স অফিসে কতটা সফল হবেন, সেটার পরীক্ষা শুরু নতুন বছরে বরফ ঢাকা ভূস্বর্গে৷ রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে দলের সঙ্গে কাশ্মীর নিয়ে যাওয়া হচ্ছে বাগানের নতুন বিদেশি পাপা বাবাকর দিওয়ারাকে৷ সোমবার দলের সঙ্গে অনুশীলন করলেন সেনেগালের স্ট্রাইকার৷ উচ্চতা ছয় ফিট৷ ছিপছিপে চেহারা৷ বডি ফেইন্ট মারাত্মক৷ অসাধারণ টাচ ফুটবলে অনুশীলনে বার-বার নিজের প্রতিভা চেনালেন৷
advertisement
দুরন্ত ভলিতে বল জড়ালেন জালে৷ চোট না থাকলে বাগানের স্ট্রাইকার সমস্যা একাই মিটিয়ে দিতে পারেন গেটাফে, লেভান্তে, সেভিয়ার মতো লা-লিগার ক্লাবে ঘুরে আসা পাপা৷ মাঠ ছোট করে অনুশীলন করাচ্ছিলেন বাগান কোচ৷ ঝলসে উঠলেন পাপা৷ গোল লক্ষ্য করে নেওয়া শট গুলোতেও বিদ্যুতের ঝলক৷ বড় আসরে খেলে আসা পাপার ভারতীয় ফুটবলের সাফল্য পাওয়া কঠিন নয়৷ সেনেগালের স্ট্রাইকার-কে মাঠে দেখে চোখে মুখে খুশির ঝিলিক বাগান ম্যানেজমেন্টের৷ কোচ কিবু ভিকুনা তো বলেই দিলেন, "বাবা কেমন ফুটবলার, সে তো চোখের সামনেই দেখলেন৷ আমার আর কি বলার থাকতে পারে৷"
advertisement
advertisement
হাজার ওয়াটের হাসি ফিরেছে বাগান কর্তাদের মুখে৷ নিন্দুকদের মতে, বাইশে ডিসেম্বর ডার্বি পিছনোর নেপথ্যে ছিল কলিনাসের চোট৷ গোল-কানা চামোরোর ওপর তো আগেই ভরসা উঠেছিল সৃঞ্জয়-দেবাশিসদের৷ পাপার প্রিমিয়ার শো হাসি ফিরিয়েছে দুই বাগান কর্তার মুখে ৷ যদিও অন্দরের খবর, বাগানের পাপা কানেকশনে না কি যোগসুত্র সেই টুটু বোস ঘনিষ্ঠ দুবাই নিবাসী কর্তা৷ ক্লাবের স্পনসর অন্বেষণ পর্ব থেকে সেনেগালের স্ট্রাইকার এনে ক্লাবকে ভরসা দেওয়া৷ বাগানের অধুনা সব কান্ডেই তো দুবাই নিবাসী কর্তার সক্রিয় অংশগ্রহণ৷ তবে কি বাগানের আভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার ভরকেন্দ্র বদলানোর ইঙ্গিত? সত্যজিৎ রায় বেঁচে থাকলে নির্ঘাত বলতেন, "কলকাতায় কর্তা কি কম পড়িয়াছে?" হেমন্ত মুখোপাধ্যায় সরণী তো দক্ষিণ কলকাতায় এখনও রমরমিয়ে বর্তমান৷
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলার আগে চাঙ্গা মোহনবাগান, নয়া বিদেশিতে খুশির হাওয়া সবুজমেরুন শিবিরে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement