মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, দেশের প্রথম ক্লাব হিসেবে অনুশীলন শুরু মহমেডানের

Last Updated:

সোমবার সন্ধ্যায় ক্লাব মাঠে বল পায়ে প্লাজা, ফৈয়াজ, তীর্থঙ্করদের দেখতে গ্যালারিতে ভিড় জমান সাদা-কালো সমর্থকরা

#কলকাতা: কোভিড আবহে প্রথমবার। দেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে বল নিয়ে অনুশীলনে নেমে পড়ল মহমেডান স্পোর্টিং। সোমবার সন্ধ্যায় ক্লাব মাঠে বল পায়ে প্লাজা, ফৈয়াজ, তীর্থঙ্করদের দেখতে গ্যালারিতে ভিড় জমান সাদা-কালো সমর্থকরা।
টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস, টিম ম্যানেজার বেলাল আহমেদকে নিয়ে মাঠে নেমে পড়লেন সাদা-কালোর চিফ কোচ ইয়ান ল। কোভিড আবহে রাজ্যে তো বটেই, দেশেও প্রথম বার বল গড়াল। শুরু হল খেলা শুরুর প্রস্তুতি। সেপ্টেম্বরের শেষে দ্বিতীয় ডিভিশন আই লিগ দিয়ে ভারতে ফুটবল মরশুম চালু করার পরিকল্পনা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। তারই প্রস্তুতি হিসেবে ২৪ অগাস্ট অনুশীলন শুরু করে দিল সাদা-কালো ব্রিগেড।
advertisement
advertisement
মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার নিয়েই মাঠে এলেন কিংসলে, প্লাজা, ফৈয়াজরা। শুরুতে ছোট টিম মিটিং। তারপরেই নৈশালোকে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত প্রথম দিনের অনুশীলন। মঙ্গলবার কল্যাণীতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আবাসিক শিবিরে ঢুকে পড়বে গোটা দল। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ফুটবলারদের মধ্যে নতুন অনুশাসন চালু করেছে ক্লাব কতৃপক্ষ। ফেডারেশন ও রাজ্য সরকারের এসওপি মেনেই চলবে আই লিগ দ্বিতীয় ডিভিশনের প্রস্তুতি। অনুশীলনে হাজিরার সংখ্যা বেঁধে রাখা হবে তিরিশ জনের মধ্যে। প্রত্যেক ফুটবলারের জল ও হেলথ ড্রিঙ্ক বোতল আলাদা করে দেওয়া হয়েছে। মালিরা নন, নিউ নর্মালে জার্সি, বুট, কিটস পরিষ্কার রাখবেন ফুটবলাররা নিজেরাই। নির্দিষ্ট সংখ্যক কোচিং স্টাফ ও ফুটবলারদের বাইরে আবাশিক শিবিরে যাতায়াতের অনুমতি নেই কোন ক্লাব কর্তা, সংবাদ মাধ্যম বা তৃতীয় পক্ষের। আবাসিক শিবির থেকেই মাঠে ম্যাচ খেলতে যাবেন ফুটবলাররা। শিবিরের বাইরে ফুটবলারদের যাতায়াতও নিয়ন্ত্রিত করা হচ্ছে।
advertisement
ক্লাব সচিব ওয়াসিম আক্রম ও ফুটবল-সচিব দীপেন্দু বিশ্বাস জানান,"চলতি সপ্তাহে আইএসএল খেলা এক ফুটবলারকে সই করাবে ক্লাব।" সাদা-কালো সূত্রে খবর কেরালা ব্লাস্টার্স থেকে মহমেডানে সই করতে পারেন সিকে বিনীত। কলকাতার অন‍্য ক্লাব ভবানীপুর তাদের অনুশীলন শুরু করবে পয়লা সেপ্টেম্বর থেকে মোহনবাগান মাঠে।
PARADIP GHOSH
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, দেশের প্রথম ক্লাব হিসেবে অনুশীলন শুরু মহমেডানের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement