Marko Asensio Real Madrid: রোনাল্ডোর ছেড়ে যাওয়া বার্নাব্যুতে নতুন নায়কের জন্ম, মরশুমের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক
- Published by:Suman Majumder
Last Updated:
আনকোরা পজিশনে স্প্যানিয়ার্ডের হ্যাটট্রিক। জোড়া গোলে বেঞ্জেমার ২০০। মায়োরকাকে ৬-১ ওড়াল লস ব্ল্যাঙ্কোসরা।
#কলকাতা: লুকা মদরিচ, ক্যাসেমিরো, জোভিকদের মতো চেনা তারকাদের ভিড়ে দলে ঠাই মিলছিল না।
মরশুমে প্রথমবার তাঁকে প্রথম এগারোয় রেখে দল সাজিয়ে ছিলেন কোচ। কে জানত, ম্যাচ শেষে তিনি হবেন সান্তিয়াগো বার্নাব্যুর নতুন নায়ক! মার্কো অ্যাসেন্সিও।
২৫ বছরের স্প্যানিশ স্ট্রাইকারকে লা লিগায় মায়োরকার বিরুদ্ধে মিডফিল্ডারের আনকোরা পজিশনে নামিয়ে ছিলেন কার্লোস আন্সেলোত্তি। কিন্তু দিনটাই যে ছিল অ্যাসেন্সিওর। পুরনো দলের বিরুদ্ধে ঝলমলে হ্যাটট্রিক স্প্যানিয়ার্ডের। আর তাতেই দুমড়ে মুচরে শেষ মায়োরকা। ম্যাচ শেষে স্কোরলাইন রিয়াল মাদ্রিদ ৬, মায়োরকা ১।
advertisement
advertisement
ম্যাচের শুরুতে তিন মিনিটের মাথায় বেনজেমার গোল। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই ফোর্থ গিয়ারে লস ব্লাঙ্কোসরা। ২৪ মিনিটে ১ম গোল অ্যাসেন্সিওর। স্কোরলাইন রিয়াল মাদ্রিদ ২, মায়োরকা ০। এরপর সোলো দৌড়ে, ব্যক্তিগত ক্যারিশমায় ব্যবধান কমান মায়োরকার কোরিয়ান মিডফিল্ডার লি ক্যাং। ব্যাস ওখানেই শেষ!
এরপর সান্তিয়াগো বার্নাব্যু জুড়ে শুধু রিয়াল আর রিয়াল। ২৯ ও ৫৫ মিনিটে দুটো দুরন্ত গোলে নিজের প্রথম ক্লাব হ্যাটট্রিক সেরে ফেলেন অ্যাসেন্সিও। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করিম বেনজেমার। ফ্রেঞ্চম্যানের নামের পাশে লা লিগায় ২০০ গোলে করার বিরল নজির। ৮৪ মিনিটে রিয়ালের পক্ষে স্কোরলাইন ৬-১ করেন ইস্কো।
advertisement
ম্যাচ শেষে অ্যাসেন্সিওর প্রশংসায় উচ্ছ্বসিত রিয়াল ম্যানেজার কার্লোস আন্সেলোত্তি। অ্যাসেন্সিও নিজেও ট্যুইট করেন, "এই দিনটার জন্যই তো অপেক্ষা করে ছিলাম।"
চেনা ফরোয়ার্ড পজিশন ছেড়ে কামাভিঙ্গার পাশে মিডিওর ভূমিকায় নেমে দুরন্ত হ্যাটট্রিক! লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচগুলোতে দল বাছাই এখন বড় চ্যালেঞ্জ আন্সেলোত্তির সামনে।
৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিল টপে রিয়াল মাদ্রিদ। আন্সেলোত্তির দল এখনও পর্যন্ত গোল করেছে একুশটা। পরিসংখ্যান বলছে, লা লিগার ইতিহাসে ২০১৩-১৪-র বার্সেলোনাকে বাইরে রাখলে ছয় ম্যাচে সর্বোচ্চ গোলের এটাই রেকর্ড। এদিন অন্য ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারাল সেভিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2021 4:14 PM IST