Atlanta vs Man Utd preview : ইতালির মাঠে আটলান্টার বিপক্ষে আজ রোনাল্ডোই ভরসা দিচ্ছেন ম্যান ইউকে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Manchester United face Atlanta tonight in Champions League. তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ’র শীর্ষে রয়েছে লাল ম্যাঞ্চেস্টার। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে ফের আটালান্টার মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
মিলান: সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন ইতালিতে উড়ে যাওয়ার আগে কিছুটা নাকি নস্টালজিক তিনি। কয়েকদিন আগে এই দেশের জুভেন্টাসের জার্সিতেই মাঠ কাঁপাতেন। সেই দেশেই আজ আবার ফিরছেন। জুভের সাদা কালো জার্সির বদলে গায়ে এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লাল জার্সি। যে জার্সি পড়েই ফুটবল বিশ্বে প্রথম মহাতারকা হয়ে ওঠা তাঁর। ঘরোয়া লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স যতটা ম্যাড়মেড়ে, চ্যাম্পিয়ন্স লিগে ততটাই উজ্জ্বল। এটা বোধহয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এফেক্ট।
ইউরোপের সেরা মঞ্চে জ্বলে ওঠাটা পর্তুগিজ মহাতারকাটির পুরনো অভ্যাস। গত ম্যাচে আটালান্টার বিরুদ্ধে ম্যান ইউয়ের রূপকথার প্রত্যাবর্তনেরও স্থপতি ছিলেন রোনাল্ডো। শেষ মুহূর্তে তাঁর গোলেই জয় পেয়েছিল সোলকজার-ব্রিগেড। যার সুবাদে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ’র শীর্ষে রয়েছে লাল ম্যাঞ্চেস্টার। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে ফের আটালান্টার মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই ম্যাচ জিতলে নক-আউটের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে তারা।
advertisement
advertisement
✨ @ChampionsLeague mode = 📱 @Cristiano#MUFC | #UCL pic.twitter.com/0vOcfqUZ4e
— Manchester United (@ManUtd) November 2, 2021
গত সপ্তাহে ওল্ড ট্রাফোর্ড জুড়ে চাপা উত্তেজনা ছিল। লিভারপুলের কাছে পাঁচ গোলে চূর্ণ হয়েছিলেন রোনাল্ডোরা। তারপর ম্যান ইউ ছিটকে গিয়েছে লিগ কাপ থেকে। সব মিলিয়ে কোচ ওলে গানা সোলকজার বেশ চাপেই রয়েছেন। তবে টটেনহ্যামের বিরুদ্ধে ফর্মেশন (৩-৫-২) পরিবর্তন করে জয় পেয়েছেন ম্যান ইউ কোচ। হ্যারি কেনদের ৩-০ ব্যবধানে জয়ের সুবাদে প্রিমিয়ার লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে তাঁর দল (১০ ম্যাচে ১৭ পয়েন্ট)।
advertisement
বিশেষজ্ঞরা মনে করছেন, মঙ্গলবার আটালান্টার বিরুদ্ধেও এই ফর্মেশনে দল নামাবেন সোলকজার। দুই স্টাইকারে রোনাল্ডো ও র্যাশফোর্ড। মিডফিল্ডার হিসেবে ব্রুনো ফার্নান্ডেজ, ম্যাকটমিনে ও ফ্রেডকে খেলাতে পারেন। আর টটেনহ্যামের বিরুদ্ধে রক্ষণভাগে মুন্সিয়ানা দেখিয়েছেন ভারানে-ম্যাগুইরে জুটি। ম্যাচ প্রসঙ্গে সোলকজারের মন্তব্য, গত ম্যাচে আটালান্টা আমাদের শুরুতেই সমস্যায় ফেলেছিল। তাই আমাদের একটু সতর্ক থাকতে হবে।
advertisement
পক্ষান্তরে, চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আটালান্টা। এই ম্যাচে হারলে নক-আউটে যাওয়া কঠিন হবে তাদের জন্য। আটালান্টার সাম্প্রতিক পারফরম্যান্সও উজ্জ্বল নয়। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সিরি-এ’তে পঞ্চম স্থানে রয়েছে তারা। ম্যান ইউ জানে নিজেদের ঘরের মাঠে আক্রমনাত্মক খেলতে চাইবে ইতালির দল।
তাই নিজেদের রক্ষণ শক্ত রাখতে হবে। কিন্তু অতিরিক্ত ডিফেন্সিভ হলে হিতে বিপরীত হতে পারে। তাই সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাকে গোল তুলে নেওয়াই লক্ষ্য ইউনাইটেডের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যতক্ষণ আছেন, কোনও কিছুই অসম্ভব নয় রেড ডেভিলদের জন্য।
advertisement
ম্যাচ শুরু আজ রাত ১:৩০
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2021 4:39 PM IST