Ronaldo vs Villareal : আজ রাতে ভিয়ারিয়ালের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রোনাল্ডো

Last Updated:

Manchester United star Cristiano Ronaldo ready for Villarreal challenge tonight. ঘুরে দাঁড়াতে বুধবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ভিয়ারিয়াল ম্যাচকেই বেছে নিয়েছেন সোলকজার, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের আসরে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। প্রথম ইনিংসে ভিয়ারিয়ালের বিরুদ্ধে চারবারের সাক্ষাতে একটিও গোলের দেখা পাননি তিনি

জয়ের সরণিতে ফিরতে মরিয়া রোনাল্ডো
জয়ের সরণিতে ফিরতে মরিয়া রোনাল্ডো
তবে গত কয়েকটি ম্যাচে তা পূরণে ব্যর্থ সিআরসেভেন। উল্লেখ্য, সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য হাতে ড্রেসিং-রুম ফিরতে হয়েছে সোলকজার-ব্রিগেডকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয় তাদের। পাশাপাশি লিগ কাপ থেকে বিদায় নেয় দল। হারতে হয় প্রিমিয়ার লিগেও। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে ম্যান ইউ কোচের উপর।
advertisement
এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে বুধবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ভিয়ারিয়াল ম্যাচকেই বেছে নিয়েছেন সোলকজার। গত মরশুমে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দু’দল। ম্যারাথন টাই-ব্রেকারে জেতে স্প্যানিশ ক্লাবটি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের আসরে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। প্রথম ইনিংসে ভিয়ারিয়ালের বিরুদ্ধে চারবারের সাক্ষাতে একটিও গোলের দেখা পাননি তিনি। ২০০৫ ও ২০০৮ সালে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই শেষ হয় গোলশূন্যভাবে।
advertisement
advertisement
যদিও রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিয়ারিয়ালের বিরুদ্ধে রোনাল্ডোর পরিসংখ্যান বেশ চমকপ্রদ। ১৫ ম্যাচে ১৩টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। বুধবার নজিরের ম্যাচে সেই গোলের ধারা বজায় রাখাই লক্ষ্য সিআরসেভেনের। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের আসরে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে ইকের কাসিয়াসের (১৭৭) সঙ্গে একই বিন্দুতে রয়েছেন রোনাল্ডো।
advertisement
ঘরের মাঠে খেলা। দর্শক সমর্থন কাজে লাগাতে চাইবে রেড ডেভিল। ব্রুনো ফার্নান্দেজ, গ্রিনউড, পল পোগবারা এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পেতে মরিয়া থাকবেন। ভিয়ারিয়াল অত্যন্ত লড়াকু দল। দিন চারেক আগে তাদের বিরুদ্ধে আটকে গিয়েছিল রিয়েল মাদ্রিদ। রোনাল্ডো এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের বাকি সদস্যরা সমীহ করলেও ভয় পাচ্ছেন না স্প্যানিশ প্রতিপক্ষকে। জিতেই আজ রাতে ওল্ড ট্রাফোর্ডে থেকে ফিরতে চান তারা।
advertisement
ম্যাচ শুরু - আজ রাত ১২:৩০
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ronaldo vs Villareal : আজ রাতে ভিয়ারিয়ালের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রোনাল্ডো
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement