IPL 2021 RR vs RCB : টস জিতে বল করার সিদ্ধান্ত বিরাট কোহলির আরসিবি -র
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL 2021 RR vs RCB Virat Kohli wins toss and will bowl first against Rajasthan Royals in Dubai. বিরাট কোহলি বনাম সঞ্জু স্যামসন। ব্যাঙ্গালোর বনাম রাজস্থান। লাল বনাম গোলাপি। এবি ডি ভিলিয়ার্স বনাম ক্রিস মরিস। অনেকভাবে দেখা যেতে পারে বুধবারের রাজস্থান বনাম আরসিবি লড়াইকে
বোলিং বিভাগে ভরসা কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান এবং ক্রিস মরিস। তাঁদের সঙ্গে জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, রাহুল তেওয়াটিয়ার খেলার সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুর ব্যাটিংয়ের বড় ভরসা বিরাট কোহলি। দারুণ ছন্দে রয়েছেন তিনি। গত ম্যাচে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তাই বিরাটের ব্যাটে ভর করেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় আরসিবি। দেবদত্ত পাদিক্কাল যথেষ্ট প্রতিভাবান। আইপিএলে সাফল্য রয়েছে তাঁর। তবে তরুণ বাঁহাতি ওপেনারটিকে একটু ধৈর্য দেখাতে হবে।
advertisement
কারণ, দুবাইয়ে পিচ মন্থর। সেট হয়ে গেলে রান পেতে সমস্যা হবে না। তিন নম্বরে হয়তো নামবেন শ্রীকর ভরত। উদীয়মান উইকেটরক্ষকটি সেরাটা মেলে ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যথেষ্ট তারকাখচিত ব্যাটিং লাইন-আপ আরসিবি’র। কোহলি ছাড়াও রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি’ভিলিয়ার্সের মতো মারকুটে বিদেশি। যাঁরা একক দক্ষতায় ম্যাচ জেতাতে সক্ষম। গত ম্যাচে বল হাতে চমক দিয়েছিলেন হার্শল প্যাটেল। ফলে রাজস্থানের বিরুদ্ধেও নজর থাকবে তাঁর উপর।
advertisement
advertisement
এছাড়া রয়েছেন পেসার মহম্মদ সিরাজ, কাইল জেমিসন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। স্পিনার হিসেবে খেলবেন যুজবেন্দ্র চাহাল। পরের রাউন্ডে কোন চারটি দল অংশ নেবে তা সময়ই বলবে। তবে দারুণভাবে দৌড়ে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে বশ মানিয়ে মনোবল অনেকটাই বাড়িয়ে নিতে সফল কোহলি ব্রিগেড। ১০টি খেলে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে।
advertisement
বুধবার রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে প্লে-অফে ওঠার পথে আরও এক কদম এগিয়ে যাবেন বিরাট, ডি’ভিলিয়ার্সরা। কিন্তু খেলার নাম ক্রিকেট। প্রতি মুহূর্তেই অনিশ্চয়তা ও অঘটনের আশঙ্কা। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স অনেকটা নীচে নেমে গিয়েছিল। আবার একাধিক দল উঠে আসছে উপরের দিকে। তাদের মধ্যে অন্যতম রাজস্থান রয়্যালস।
শুরুটা ভালে করলেও সঞ্জু স্যামসনরা শেষ দু’টি ম্যাচ জিততে পারেননি। মূলত অনভিজ্ঞতার খেসারত দিতে হচ্ছে তাঁদের। বাটলার, অর্চের, বেন স্টোকস না থাকার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে রাজস্থানের খেলায়। ইংল্যান্ডের লিভিংস্টোন ডাহা ব্যর্থ। রাহুল তেওয়াতিয়া নিজের পুরনো ফর্ম দেখাতে পারছেন না। কিছুটা মহিপাল লোমরোর চেষ্টা করছেন। তবে রাজস্থানের ক্যারিবিয়ান ওপেনার ইভিন লুইস টিকে গেলে বড় রান তুলতে পারেন।
advertisement
আরসিবি প্রথম একাদশ
বিরাট কোহলি, দেবদত্ত, ভারত, গ্লেন ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্স, শাহবাজ, ড্যানিয়েল ক্রিশ্চান, গারটন , হর্ষল, সিরাজ, যুজবেন্দ্র চাহাল
রাজস্থান রয়েলস প্রথম একাদশ
লুইস, যশস্বী, সঞ্জু, লিভিংস্টোন, মহিপাল, মরিস, তেওয়াতিয়া, পরাগ , চেতন, কার্তিক, মুস্তাফিজুর
Location :
First Published :
September 29, 2021 7:09 PM IST