Ronaldo Forbes List : ফোর্বস ম্যাগাজিনে মেসিকে টপকে শীর্ষে রোনাল্ডো

Last Updated:

Forbes announced that the Manchester United star Cristiano Ronaldo overtakes Lionel Messi. ফোর্বস ম্যাগাজিনের লিস্টে মেসি এগিয়ে থাকলেও এবার রোনাল্ডো এগিয়ে গেলেন সেই তালিকায়। ২০২১-২২ মরশুমে রোনাল্ডোর মোট আয় হবে প্রায় ১২৫ মিলিয়ন ডলার (কর ব্যতীত)।

মাঠের বাইরের লড়াইয়ে মেসিকে টপকে গেলেন রোনাল্ডো
মাঠের বাইরের লড়াইয়ে মেসিকে টপকে গেলেন রোনাল্ডো
২০২১-২২ মরশুমে রোনাল্ডোর মোট আয় হবে প্রায় ১২৫ মিলিয়ন ডলার (কর ব্যতীত)।যার মধ্যে পড়ছে তার আয়।ক্লাব ফুটবল এবং জাতীয় ফুটবল মিলিয়ে রোনাল্ডোর এই মরশুমে আয় প্রায় ৭০ মিলিয়ন ডলারের কাছাকাছি। বাকি টাকা তিনি পাবেন কোমার্শিয়ালি। অর্থাৎ বিভিন্ন বড় ব্র্যান্ডের সাথে কাজ করে এবং নিজস্ব ব্র্যান্ডের জিনিস বিক্রি করে।অন্যদিকে মেসির মোট আয় প্রায় ১১০ মিলিয়ন ডলারের কাছাকাছি।যার মধ্যে ৭৫মিলিয়ন ডলার তিনি ফুটবল খেলে অর্জন করবেন এবং বাকি টাকা আসবে বিভিন্ন নামী নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন করে।
advertisement
advertisement
ফোর্বসের তালিকায় রোনাল্ডো মেসি ছাড়াও অনেক ফুটবলার রয়েছেন। পিএসজির দুই ফুটবলার আইকন নেইমার এবং এম্বাপ্পে আছেন এই তালিকায়। এছাড়াও আছেন লিভারপুলের মহম্মদ সালাহ, বায়ার্ন মিউনিখের লেওয়ান্ডস্কি, ম্যানচেস্টার ইউনাইটেডের পোগবা, রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল এবং এডেন হ্যাজার্ড। প্রাক্তন ফুটবলারদের মধ্যে আন্দ্রে ইনিয়েস্তা আছেন এই তালিকায়।
১০ জনের এই তালিকায় এই ফুটবলাররা মোট প্রায় ৫৮৫ মিলিয়ন ডলার আয় করবেন এই মরশুমে। যা আগের মরশুমের থেকে প্রায় ১৫মিলিয়ন ডলার বেশী। একদিন আগেই নিজের বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট বিরাট পরিমাণ টাকা সরিয়ে ঠকিয়েছিলেন রোনাল্ডোকে। জেল হয়েছে তার।
advertisement
ফোর্বস বিচারে শীর্ষে থাকলেও, আপাতত মাঠের লড়াইয়ে ইউনাইটেডের জার্সিতে আরো সাফল্য পাওয়ার লক্ষ্যে পর্তুগিজ তারকার।উল্লেখ্য মেসি এবং রোনাল্ডো দুজনেই মাত্র কয়েক দিন আগে ক্লাব বদল করেছেন। ফরাসি লিগে মেসি এখনো পর্যন্ত সেভাবে দাগ কাটতে না পারলেও, ইউনাইটেডের লাল জার্সিতে রোনাল্ডো কিন্তু গোল করা শুরু করে দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ronaldo Forbes List : ফোর্বস ম্যাগাজিনে মেসিকে টপকে শীর্ষে রোনাল্ডো
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement