PCB refused by BCB : পাকিস্তান যাওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিল বাংলাদেশ

Last Updated:

Bangladesh cricket board turns down PCB request of sending team to Pakistan . বাংলাদেশকে আমন্ত্রণ জানান পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।

এবার পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিল বাংলাদেশ
এবার পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিল বাংলাদেশ
একদিন আগেই রামিজ রাজা জানিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পশ্চিমী ক্রিকেট দুনিয়া। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে। এমন মন্তব্য করেছিলেন যে সবকিছুর জবাব পাকিস্তান মাঠে দেবে। ভারতের হাত এর পেছনে আছে এমন দাবি করেছিল পাক সংবাদমাধ্যম।
কিন্তু তার হুমকিতে কাজ হওয়ার নয়, সেটা আবার পরিষ্কার হয়ে গেল। এবার বাংলাদেশ মুখের ওপর না করে দিল পাকিস্তানকে। নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করে পাক ক্রিকেট বোর্ডকে (PCB) জোর ঝটকা দিয়েছে ইংল্যান্ড। এবার সেই পথেই হাঁটল বাংলাদেশও। ফলে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ছে ইমরান খানের দেশে। ক্রমেই পাকভূমে ক্রিকেট আয়োজনের আকাশ ঘনাচ্ছে অনিশ্চয়তার মেঘ।
advertisement
advertisement
নিউজিল্যান্ড (New Zealand) এবং ইংল্যান্ড সফর বাতিল করায় পাক বোর্ড চেয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় একটি সিরিজ আয়োজন করতে। সেই চিন্তা থেকেই বাংলাদেশকে আমন্ত্রণ জানান পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা দুই সিরিজ খেলে এখন ছুটিতে রয়েছে।এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) খেলতে ৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহী বাংলাদেশ যাবে। তার আগে পাকিস্তান সফরে যাওয়া সম্ভব নয়।
advertisement
এর ফলে বাংলাদেশ ক্রিকেট দলের যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা, সেই পরিকল্পনা ধাক্কা খেতে পারে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন।আসলে পাকিস্তান যতই দেখানোর চেষ্টা করুক চাঁদের দেশ বিদেশি ক্রিকেটারদের জন্য নিরাপদ, কিন্তু সফরকারী দল বা তাদের সরকার সেটা না বুঝলে কিছু করার নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
PCB refused by BCB : পাকিস্তান যাওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিল বাংলাদেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement