#কলকাতা:
দুদিন আগেও খবর ছিল, ইস্টবেঙ্গলকে (East Bengal) স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট। মধ্যস্থতাকারীদের হাতে তা নিয়ে চিঠিও পৌঁছে গিয়েছিল। আবার সেই চিঠির কপি পৌঁছে গিয়েছিল নবান্নেও। শোনা যাচ্ছিল, ইস্টবেঙ্গলের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করতে মরিয়া শ্রী সিমেন্ট (Shree Cement)। তবে দুদিনের মধ্যে আবহাওয়া পুরো বদলে গেল। সব জট কেটে আবার ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্টের সম্পর্কের মাঝে রোদ উঠল। সব সমস্যা মিটে গেল নিমেষে। সৌজন্যে এবারও সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলার যে কোনও সমস্যা তিনি সুরাহার পথ খুঁজবেন না, তা কী হয়! আর বাংলার ফুটবল এত বড় সমস্যায় যখন, তিনি কী করে হাত গুটিয়ে বসে থাকতেন! ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি মুখ্যমন্ত্রীর টান অনেকদিনের। এর আগেও ক্লাবে ফ্লাডলাইট করা থেকে শুরু করে অনেক সমস্যার সমাধানেই কল্পতরু হয়েছেন মুখ্যমন্ত্রী। এবারও ইস্টবেঙ্গল ও বিনিয়োগকারী সংস্থার সম্পর্ক যখন তলানিতে, সেই মুখ্যমন্ত্রীই এগিয়ে এলেন দায়িত্ব নিয়ে। ক্লাসের দিদিমণির মতো দুই ছাত্রের মধ্যে ঝগড়া মিটিয়ে দিলেন যেন। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদানন্দ মুখার্জি, দেবব্রত সরকার। দুপক্ষের কথা শোনার পর তিনি যেন দশ মিনিটে সব সমস্যা মিটিয়ে দিলেন।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ''আমি শ্রী সিমেন্টের কাছে অনুরোধ করেছিলাম গত পরশুদিন আবার। ইস্টবেঙ্গলের একটা ব্র্যান্ড ভ্যালু আছে সারা পৃথিবী জুড়ে। খেলাটা বন্ধ হয়ে গেলে সবাই খুব দুঃখ পাবে।'' এর পরই শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের বক্তব্য, ''চুক্তি নিয়ে জটিলতা ছিল। তবে আপনার অনুরোধ আমরা ফেলব না। আমরা এই বছর আইএসএল খেলব।'' ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এর পরই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেন, ''সব ভালো যার শেষ ভালো। দুপক্ষ এবার হ্যান্ডশেক করো। আমি মাঝখানে থাকব। আজ আমার খুব আনন্দের দিন। ইস্টবেঙ্গল সর্মথকরা নিশ্চয়ই খুশি হবেন। মোহনবাগান সমর্থকরাও নিশ্চয়ই খুশি হবেন। তারাও নিশ্চয়ই চায় যে ইস্টবেঙ্গল খেলুক। এবার খেলা হবে। আজ বাংলা ফুটবলের জয় হলো।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।