#কলকাতা: প্রত্যাশিত ভাবেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেটে গেল ইস্টবেঙ্গলের চুক্তি জট৷ শ্রী সিমেন্টস এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের নিয়ে বৈঠকের পর নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এবছরের আইএসএল-এ ইস্টবেঙ্গল খেলছে৷ চুক্তি জট কাটিয়ে সমাধান সূত্র বের করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে দু' পক্ষই৷
গত বছরের আইএসএল শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত চুক্তিতে ক্লাব কর্তাদের সই নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টসের টানাপোড়েন চলছিল৷ গত সোমবার ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেয় শ্রী সিমেন্টস কর্তৃপক্ষ৷ কারণ গত বছর তাঁর উদ্যোগেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করেছিল সিমেন্ট নির্মাতা সংস্থাটি৷ কিন্তু মুখ্যমন্ত্রী তাদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জানার পরই সিদ্ধান্ত বদলায় শ্রী সিমেন্টস৷ ইস্টবেঙ্গলের জট কাটাতে আজ সবপক্ষকে নিয়েই নবান্নে বৈঠক ডেকেছিলেন৷ আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কয়েক মিনিটের মধ্যেই গত কয়েক মাস ধরে চলা জটের অবসান হয়৷
দৃশ্যতই খুশি মুখ্যমন্ত্রী বলেন, 'শ্রী সিমেন্টসের সিদ্ধান্তে ভেঙে পড়েছিলাম৷ শেষ মুহূর্তে অংশগ্রহণ আটকে গেলে কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থক কোথায় যাবে? কিন্তু আজ আমি খুবই খুশি৷ আমার ধারণা ইস্টবেঙ্গল আইএসএল খেললে মোহনবাগান সমর্থকরাও খুশি হবে৷'
যদিও কী শর্তে শেষ পর্যন্ত জট কাটল, তা এখনও স্পষ্ট নয়৷ ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারও এ বিষয়ে কিছু বলতে চাননি৷
যদিও মুখ্যমন্ত্রীর সামনে শ্রী সিমেন্টসের প্রতিনিধিরা জানিয়ে দেন, তাঁরা ইস্টবেঙ্গলের সঙ্গেই থাকছেন৷ শ্রী সিমেন্টেস-এর প্রতিনিধি বলেন, 'মুখ্যমন্ত্রী যখন বিষয়টা দেখছেন তখন আমরা অংশগ্রহণ করব৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal, Mamata Banerjee