Mamata Banerjee on East Bengal: 'কথা দিয়েও রাখল না', ইস্টবেঙ্গল নিয়ে শ্রী সিমেন্টস-এর আচরণে বিরক্ত মমতা

Last Updated:

ইস্টবেঙ্গলের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই নিয়ে কয়েক মাস ধরে টানাপোড়েনের পর অবশেষে আজ সম্পর্কে ইতি টেনেছে শ্রী সিমেন্টস (Mamata Banerjee on East Bengal)৷

#কলকাতা: ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদের কারণে শ্রী সিমেন্টস কর্তৃপক্ষের উপরে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী এ দিন নবান্নে দাবি করেন, তাঁর সঙ্গে বৈঠক করে চুক্তি জট কাটানোর প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি বিনিয়োগকারী সংস্থা৷ শ্রী সিমেন্টস-এর এই আচরণে তাঁরা বিরক্ত বলেও এ দিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
ইস্টবেঙ্গলের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই নিয়ে কয়েক মাস ধরে টানাপোড়েনের পর অবশেষে আজ সম্পর্কে ইতি টেনেছে শ্রী সিমেন্টস৷ গত বছর মুখ্যমন্ত্রীর সামনেই ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্টসের মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়েছিল৷ যার দৌলতে আইএসএল খেলে ইস্টবেঙ্গল৷ কিন্তু চূড়ান্ত চুক্তি সই নিয়ে দু' তরফে টানাপোড়েন শুরু হয়৷ এ বারেও জট কাটাতে মুখ্যমন্ত্রী উদ্যোগীও হন বলে খবর৷ সূত্রের খবর, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন শ্রী সিমেন্টসের প্রধান কর্তা হরিমোহন বাঙুর৷
advertisement
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'এটা খুবই খারাপ আচরণ৷ এতদিন ধরে একটা ক্লাবকে ঝুলিয়ে রেখে শেষ মুহূর্তে এখন বলছে পারব না৷ তাহলে এতদিন বলোনি কেন? আমার সঙ্গে দেখা করেও বলে গিয়েছিল যে করে দেব৷ তার পরে কী এমন রহস্য হল যে এখন বলছে পারবে না? আমরা খুবই বিরক্ত, এটা ওদের জানিয়েও দেব৷'
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী এ দিনও বলেন, ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের অবশ্যই আইএসএলে খেলা উচিত৷ ইস্টবেঙ্গলের এই বিপদে সবার এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
যদিও শ্রী সিমেন্টস চলে যাওয়ার পর ইস্টবেঙ্গলের পক্ষে এ বারে আর আইএসএল খেলা সম্ভব কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷ শ্রী সিমেন্টস কর্তৃপক্ষ অবশ্য স্পোর্টিং রাইটস ইস্টবেঙ্গল ক্লাবকে ফিরিয়ে দিচ্ছে৷ কিন্তু এত অল্প সময়ের মধ্যে নতুন বিনিয়োগকারী খুঁজে আইএসএল খেলা যথেষ্টই কঠিন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Mamata Banerjee on East Bengal: 'কথা দিয়েও রাখল না', ইস্টবেঙ্গল নিয়ে শ্রী সিমেন্টস-এর আচরণে বিরক্ত মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement