Mamata Banerjee on East Bengal: 'কথা দিয়েও রাখল না', ইস্টবেঙ্গল নিয়ে শ্রী সিমেন্টস-এর আচরণে বিরক্ত মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইস্টবেঙ্গলের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই নিয়ে কয়েক মাস ধরে টানাপোড়েনের পর অবশেষে আজ সম্পর্কে ইতি টেনেছে শ্রী সিমেন্টস (Mamata Banerjee on East Bengal)৷
#কলকাতা: ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদের কারণে শ্রী সিমেন্টস কর্তৃপক্ষের উপরে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী এ দিন নবান্নে দাবি করেন, তাঁর সঙ্গে বৈঠক করে চুক্তি জট কাটানোর প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি বিনিয়োগকারী সংস্থা৷ শ্রী সিমেন্টস-এর এই আচরণে তাঁরা বিরক্ত বলেও এ দিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
ইস্টবেঙ্গলের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই নিয়ে কয়েক মাস ধরে টানাপোড়েনের পর অবশেষে আজ সম্পর্কে ইতি টেনেছে শ্রী সিমেন্টস৷ গত বছর মুখ্যমন্ত্রীর সামনেই ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্টসের মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়েছিল৷ যার দৌলতে আইএসএল খেলে ইস্টবেঙ্গল৷ কিন্তু চূড়ান্ত চুক্তি সই নিয়ে দু' তরফে টানাপোড়েন শুরু হয়৷ এ বারেও জট কাটাতে মুখ্যমন্ত্রী উদ্যোগীও হন বলে খবর৷ সূত্রের খবর, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন শ্রী সিমেন্টসের প্রধান কর্তা হরিমোহন বাঙুর৷
advertisement
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'এটা খুবই খারাপ আচরণ৷ এতদিন ধরে একটা ক্লাবকে ঝুলিয়ে রেখে শেষ মুহূর্তে এখন বলছে পারব না৷ তাহলে এতদিন বলোনি কেন? আমার সঙ্গে দেখা করেও বলে গিয়েছিল যে করে দেব৷ তার পরে কী এমন রহস্য হল যে এখন বলছে পারবে না? আমরা খুবই বিরক্ত, এটা ওদের জানিয়েও দেব৷'
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী এ দিনও বলেন, ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের অবশ্যই আইএসএলে খেলা উচিত৷ ইস্টবেঙ্গলের এই বিপদে সবার এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
যদিও শ্রী সিমেন্টস চলে যাওয়ার পর ইস্টবেঙ্গলের পক্ষে এ বারে আর আইএসএল খেলা সম্ভব কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷ শ্রী সিমেন্টস কর্তৃপক্ষ অবশ্য স্পোর্টিং রাইটস ইস্টবেঙ্গল ক্লাবকে ফিরিয়ে দিচ্ছে৷ কিন্তু এত অল্প সময়ের মধ্যে নতুন বিনিয়োগকারী খুঁজে আইএসএল খেলা যথেষ্টই কঠিন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2021 6:33 PM IST