মস্কোয় যেন রিও-র পুনরাবৃত্তি, মেসির মতোই ট্র্যাজিক হিরো আরেক ‘এলএম টেন’ মদরিচও

Last Updated:

‘এলএম টেন’রা কি তাহলে ট্র্যাজিক হিরো হয়েই থেকে যান ?

#মস্কো: বিশ্বকাপে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর বিশ্বস্ত পায়ে ভর করে ফাইনালেও পৌঁছেছিল দল। তাঁর মাঝমাঠ চেরা পাসে মন জুড়িয়েছে রাত জাগা ফুটবলপ্রেমীদের। তবে রবিবার রাত শেষে তাঁকে ফিরতে হল প্রায় খালি হাতেই। ‘এলএম টেন’রা কি তাহলে ট্র্যাজিক হিরো হয়েই থেকে যান ?
একেই বোধহয় বলে নিয়তির পরিহাস। দু’জনেই এলএম টেন। আর দু’জনেই রয়ে গেলেন ট্র্যাজিক নায়ক হিসেবে। লিওনেল মেসি আর লুকা মদরিচ। কোথাও যেন রিওর মেসি আর মস্কোর মদরিচ এক হয়ে গেলেন। এই বিশ্বকাপে গোল্ডেন বল উঠল লুকা মদরিচের হাতে। ঠিক যেমন চার বছর আগে পেয়েছিলেন আরেক এলএম টেন। গোল্ডেন বল পেলেও অধরাই রয়ে গেল কাপ জয়ের স্বপ্ন। ফ্রান্সের কাছে হেরে তখন মাঠেই কাঁদছেন ক্রোট ফুটবলাররা।
advertisement
Photo: Reuters Photo: Reuters
advertisement
রবিবার ফাইনাল হারার পর অনেকক্ষণ কোনওরকমে নিজেকে সামলে রেখেছিলেন ক্রোয়েশিয়া অধিনায়ক। কিন্তু গোল্ডেন বল পুরস্কার নিতে যাওয়ার সময় আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখে জল নিয়ে জড়িয়ে ধরলেন প্রেসিডেন্ট।
advertisement
DiKbrtrUwAEM5Wn
একটুর জন্য ইতিহাস হাতছাড়া হওয়ার দুঃখে তখন গোল্ডেন বল পাওয়ার খুশি ফিকে মদরিচের। বছর চারেক আগে রিও-ও তো একইভাবে কেঁদেছিল লিওর দুঃখে। পরপর দু’বার ইতিহাসের পুনরাবৃত্তি। ক্রোয়েশিয়ার খেলা মন কেড়েছে ফুটবলবিশ্বের। রাকিতিচ, মান্দজুকিচ, পেরিসিচ, সুবাসিচ থেকে মদরিচ ৷ ক্রোয়েশিয়ার ফুটবলারদের অদম্য জেদে হার মেনেছিল বিশ্ব ফুটবলের জায়ান্টরা। কিন্তু ফ্রান্স গাঁটটা আর টপকাল গেল না। একই কাহিনীতে তো দু’জন হিরোও থাকে। মস্কোযুদ্ধের হিরো না হয় এমব্যাপেই। আর চার বছর পরও মানুষ না হয় ট্র্যাজিক হিরো বলেই মনে রাখুক লুকা মদরিচকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মস্কোয় যেন রিও-র পুনরাবৃত্তি, মেসির মতোই ট্র্যাজিক হিরো আরেক ‘এলএম টেন’ মদরিচও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement