Suarez vs Barcelona : গোল করে বার্সেলোনা কোচের অপমানের বদলা সুয়ারেজের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Suarez mocks Barcelona coach Ronald Koeman after scoring for Atletico Madrid .প্রাক্তন ক্লাব বার্সার বিপক্ষে গোলের পর উল্লাস করেননি সুয়ারেজ। তবে বার্সার কোচের ওপর প্রতিশোধ নিয়েছেন ঠিকই। গোল করে বার্সার ড্রেসিংরুমে থাকা কোম্যানকে লক্ষ্য করে ফোনে কল করার ভঙ্গি করেন
স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় বার্সেলোনা। সে ম্যাচে বার্সাকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। অ্যাতলেতিকোর হয়ে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেস নিজে একটি গোল করেছেন, একটি গোলে করিয়েছেন। ঘরের মাঠে ম্যাচের ২৩ তম মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন থমাস লামের। বিরতিতে যাওয়ার আগ মুহুর্তে গোলের দেখা পান সুয়ারেজ। তাতে অ্যাতলেতিকো এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
advertisement
advertisement
প্রাক্তন ক্লাব বার্সার বিপক্ষে গোলের পর উল্লাস করেননি সুয়ারেজ। তবে বার্সার কোচের ওপর প্রতিশোধ নিয়েছেন ঠিকই। গোল করে বার্সার ড্রেসিংরুমে থাকা কোম্যানকে লক্ষ্য করে ফোনে কল করার ভঙ্গি করেন। সুয়ারেজ বার্সায় থাকাকালীন ৬০ সেকেন্ডের একটি ফোন কলেই কোম্যান জানিয়ে দিয়েছিল, ‘সুয়ারেজ, তুমি বুড়ো হয়ে গেছ। আমার পরিকল্পনায় তুমি নেই।’ উরুগুয়ের স্ট্রাইকার সেই প্রতিশোধ নিলেন।
advertisement
তার এমন কাণ্ডে মুখ লুকিয়ে ফেলেন বার্সা কোচ। বিরতির পর বার্সেলোনা ভাল খেললেও গোলের দেখা পায়নি। এই হারে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গেছে বার্সা। অন্যদিকে, ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে। দুদিন আগে সুয়ারেজ জানিয়েছিলেন বার্সেলোনার বর্তমান কোচ এবং ক্লাব প্রেসিডেন্ট দুজনে মিলে ক্লাবের সর্বনাশ করেছেন।
advertisement
ফুটবলারদের সঙ্গে অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে মূলত এই দুজনের জন্য। ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে অনেকদিন আগেই। এমনকি কিছু মহল থেকে শোনা যাচ্ছিল ভবিষ্যতে হয়তো বার্সেলোনার ম্যানেজার হিসেবে দেখা যেতে পারে ক্লাবের কোন ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার জাভি হার্নান্দেজকে। তিনি বর্তমানে কাতারের আল সাদ ক্লাবের দায়িত্বে আছেন।
সুয়ারেজ অবশ্য জানিয়েছিলেন বার্সেলোনার দায়িত্ব নেওয়া উচিত হবে কিনা সেটা যেন বিচার করে সিদ্ধান্ত নেন জাভি। তিনি মনেপ্রাণে চান বার্সেলোনা নিজেদের সম্মান বজায় রাখুক। একটা সময় এই ক্লাবের সমর্থকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছিলেন তিনি। কিন্তু সেসব এখন অতীত। এই মুহূর্তে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ ফুটবলার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 03, 2021 12:37 PM IST