কিয়েভে কেরামতি জমবে কার, রোনাল্ডোকে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি সালহা

Last Updated:

দু লেগ মিলিয়ে ৭-৬ গোলের গড়ে ফাইনালের টিকিট বুক করে নেন ইয়ুর্গেন ক্লপের ছেলেরা ৷

#রোম: হেরে গিয়েও ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে ডেট ফিক্স করে ফেলল লিভারপুল ৷
বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ ড্র করলেো দু লেগ মিলিয়ে ৪-৩ গোলে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গিয়েছিল রিয়াল মাদ্রিদ ৷
Photo Courtesy:      Real Madrid/Twittter Handle Photo Courtesy: Real Madrid/Twittter Handle
advertisement
আর রোমার দ্বিতীয় লেগের খেলায় দুদ্ধর্ষ খেলেও লিভারপুলকে আটকাতে ব্যর্থ ৷ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিরুদ্ধে যে খেলাটা খেলেছিল সেটা যে কোনও ফ্লুক নয় দ্বিতীয় লেগের সেমিফাইনালেও তা প্রমাণ হল ৷ এই ম্যাচের লিভারপুলের বিরুদ্ধে ৪-২ গোলে জেতেন তারা ৷ তবে দু লেগ মিলিয়ে ৭-৬ গোলের গড়ে ফাইনালের টিকিট বুক করে নেন ইয়ুর্গেন ক্লপের ছেলেরা ৷
advertisement
Photo Courtesy:  Liverpool/Twittter Handle Photo Courtesy: Liverpool/Twittter Handle
অতএব এবার কিয়েভের অপেক্ষায় বিশ্বজোড়া ফুটবল ফ্যানরা ৷ পারবেন কি রোনাল্ডো টানা তিনবার রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে নতুন নজির গড়তে নাকি মহম্মদ সালহা, মানেরা ফের ইংলিশ ফুটবলকে ফের হারানো মর্যাদা ফিরিয়ে দিতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কিয়েভে কেরামতি জমবে কার, রোনাল্ডোকে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি সালহা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement